বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে রেকর্ড রোনাল্ডোর! শেষ ম্যাচে হার ব্রাজিল-আর্জেন্টিনার

People's Reporter: মঙ্গলবার মধ্যরাতে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ ছিল পর্তুগালের। ম্যাচে ১-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেন রোনাল্ডোরা।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোছবি - ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফেসবুক পেজ
Published on

বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে সর্বাধিক গোলদাতার তালিকায় গুয়াতেমালার কার্লোস রুইজকে স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁরা ২ জনই এখন যুগ্ম শীর্ষ গোলদাতা। অন্যদিকে আর্জেন্টাইন তারকা মেসির রয়েছে ৩৬টি গোল।

মঙ্গলবার মধ্যরাতে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ ছিল পর্তুগালের। ম্যাচে ১-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেন রোনাল্ডোরা। ম্যাচের ২১ মিনিটে বার্নাবাস ভার্গার হেডে এগিয়ে যায় হাঙ্গেরি। তবে ১৫ মিনিট পর গোল করে সমতা ফেরান বার্নার্ডো সিলভা। এরপর পেনাল্টি পায় পর্তুগাল। গোল করতে কোনও ভুল করেননি রোনাল্ডো।

এই গোলের ফলে তিনি বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা কার্লোস রুইজের সঙ্গে যৌথভাবে শীর্ষে (৩৯ গোল) উঠলেন। একই সঙ্গে জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা দাঁড়াল ২২৩ ম্যাচে রেকর্ড ১৪১।

৪৭ ম্যাচে ৩৯ গোল করেছিলেন রুইজ। রোনাল্ডো ৪৯ ম্যাচে সেই রেকর্ড স্পর্শ করলেন। মেসি ৭২ ম্যাচে ৩৬টি গোল করেছেন।

ম্যাচের ৮৮তম মিনিটে হাঙ্গেরি সমতা ফেরালেও মাত্র দুই মিনিট পর জোয়াও ক্যানসেলোর দুর্দান্ত শটে তিন পয়েন্ট নিশ্চিত করে শীর্ষে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল।

ম্যাচ শেষে বার্নার্ডো সিলভা বলেন, “পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানো সহজ নয়। শেষ দিকে গোল খেলেও জয়ের জন্য লড়াই চালিয়ে গিয়েছি, আর সেটাই আমাদের জয় এনে দিয়েছে।”

দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ এফ-এর শীর্ষে রয়েছে পর্তুগাল। শনিবার আর্মেনিয়াকে ৫-০ গোলে হারিয়েছিল তারা। আর্মেনিয়া তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, আর হাঙ্গেরি ও আয়ারল্যান্ডের সংগ্রহ একটি করে পয়েন্ট।

অন্যদিকে, বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের শেষে ম্যাচে হারতে হল ব্রাজিল এবং আর্জেন্টিনাকে। ইউকুয়েডরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ছিল আর্জেন্টিনার। ১-০ ব্যবধানে হারতে হয় লিও স্কালোনির দলকে। ব্রাজিল নেমেছিল বলিভিয়ার বিরুদ্ধে। মিগুয়েল টেরসেরস পেনাল্টি থেকে গোল করে বলিভিয়াকে জয় এনে দেন।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Shreyas Iyer: 'এখানে সম্মান পাচ্ছি' - কেকেআর ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক শ্রেয়াস আইয়ার
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
CAFA Nations Cup: তাঁর হাতেই সুরক্ষিত ভারতীয় ফুটবল! ওমানকে হারিয়ে প্রমাণ করলেন খালিদ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in