
আন্তর্জাতিক টি-২০তে ইতিহাস গড়েলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার ফিল সল্ট। শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি মাত্র ৬০ বলে ১৪১ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকাকে ১৪৬ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড (১-১)।
প্রথমে ব্যাট করে ২ উইকেটের বিনিময়ে ২০ ওভারে ৩০৪ রান তোলে ইংল্যান্ড। ৬০ বলে ৮টি ছয় এবং ১৫টি চার মেরে ১৪১ রান করেন সল্ট। ৩০ বলে ৮৩ রান করেন জস বাটলার। সল্ট মাত্র ৩৯ বলে শতরান পূর্ণ করে ভেঙে দিলেন লিয়াম লিভিংস্টোনের রেকর্ড (৪২ বলে সেঞ্চুরি, পাকিস্তানের বিরুদ্ধে, ২০২১ সালে)। সল্টই এখন আন্তর্জাতিক টি২০তে ইংল্যান্ডের দ্রুততম শতরানের মালিক।
তৃতীয় দেশ হিসেবে ৩০০ অতিক্রম করল ইংল্যান্ড। টি-টোয়েন্টি ইতিহাসে এর আগে শুধু জিম্বাবোয়ে (৩৪৪/৬, গাম্বিয়ার বিরুদ্ধে) ও নেপাল (৩১৪/৩, মঙ্গোলিয়ার বিরুদ্ধে) ৩০০ রান অতিক্রম করেছিল।
জবাবে ব্যাট করতে নেমে চাপের মুখে দক্ষিণ আফ্রিকার ইনিংস ১৫৮ রানেই শেষ হয়। অধিনায়ক এইডেন মার্করাম সর্বোচ্চ ৪১ রান করেন। জোফরা আর্চার ৩ ওভারে ২৫ রানে ৩টি উইকেট তুলে নেন।
৪ ওভার করে ৭০ রান দেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা। যা কার্যত দুঃস্বপ্নের মতো। একমাত্র সফল বোলার ছিলেন স্পিনার বর্ন ফোর্টুইন, যিনি ৫২ রান দিয়ে ২ উইকেট নেন।
অভিযান শেষে উচ্ছ্বসিত সল্ট বলেন, "এটা দারুণ অভিজ্ঞতা। ব্যক্তিগত মাইলফলক হলেও দলের হয়ে ৩০০ পেরোনো এবং এত বড় ব্যবধানে জয়, অসাধারণ।"
মার্করাম জানান, “ভুলটা টস থেকেই শুরু হয়েছিল। ওরা শুরুতেই যে চাপ তৈরি করল, সেটা থেকে ফেরাটা আর সম্ভব হয়নি।”
আগামীকাল অর্থাৎ রবিবার সিরিজ নির্ণায়ক ম্যাচ। ফলে দুই দলের কাছেই ম্যাচটি কঠিন হতে চলেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন