স্পেন ফুটবল দল
স্পেন ফুটবল দলছবি স্প্যানিশ ফুটবল এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত

FIFA World Cup 26: ২০২৬ বিশ্বকাপ ফুটবল থেকে কেন নাম তুলে নিতে পারে স্পেন?

People's Reporter: সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ গাজায় ইজরায়েলের আক্রমণের প্রতিবাদে সমস্ত ধরণের আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চ থেকে ইজরায়েলকে বাদ দেবার দাবি জানিয়েছেন।
Published on

২০২৬ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে পারে লামিনে ইয়ামালের (Lamine Yamal) স্পেন। স্পেন সরকারের এক আধিকারিক একথা জানানোর পরেই নড়েচড়ে বসেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA)।

কী কারণে স্পেন এই সিদ্ধান্ত নিতে পারে?

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, স্পেন সরকারের আধিকারিক জানিয়েছেন, ইজরায়েল আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নিলে প্রতিবাদে স্পেন তাদের নাম তুলে নিতে পারে। এর আগেই স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ গাজায় ইজরায়েলের আক্রমণের প্রতিবাদে সমস্ত ধরণের আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চ থেকে ইজরায়েলকে বাদ দেবার দাবি জানিয়েছেন।

গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী স্যানচেজ তার সোশ্যালিস্ট ওয়ার্কারস পার্টির কর্মীদের বলেন, রাশিয়ার বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে ইজরায়েলের বিরুদ্ধেও সেই একই ব্যবস্থা নেওয়া উচিত। প্রসঙ্গত, ২০২২-এ ইউক্রেনে আক্রমণের পর ফিফা (FIFA) এবং উয়েফা (UEFA) সমস্ত ধরণের আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

ইজরায়েলকে খেলার অনুমতি দিলে স্পেন কি নাম প্রত্যাহার করে নেবে জানতে চাইলে স্পেনের সোশ্যালিস্ট গ্রুপের মুখপাত্র প্যাটক্সি লোপেজ বলেন, “আমরা পরে এটি বিবেচনা করব” এবং যদি কোনও পদক্ষেপ না নেওয়া হয় তবে “যথাযথ সময়ে” অনুরোধ করা যেতে পারে। স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়াও ইজরায়েলকে বাদ দেওয়ার পক্ষে সমর্থন জানিয়ে বলেন, "খেলাধুলা বাস্তব জগতে যা ঘটে তার থেকে স্বাধীন একটি দ্বীপ নয় এবং হতে পারে না, বিশেষ করে যখন সেই বাস্তব জগৎ আমাদের বলে যে মানবাধিকার ধ্বংস করা হচ্ছে।"

আগামী বছর বিশ্বকাপ কোন কোন দেশে অনুষ্ঠিত হবে?

আগামী বছরের গ্রীষ্মে কানাডা, মেক্সিকো এবং আমেরিকায় অনুষ্ঠিত হবে পুরুষদের বিশ্বকাপ ফুটবল। বিশ্ব ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতায় অন্যতম ফেভারিট দল স্পেন। যাদের ফুটবল বিশেষজ্ঞরা জয়ের দাবিদার বলেও মনে করছেন।

কোয়ালিফাইং রাউন্ডে ইজরায়েলের বর্তমান অবস্থান কী?

বর্তমানে বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফাইং গ্রুপে ইজরায়েল তৃতীয় স্থানে আছে। এই গ্রুপের শীর্ষে আছে নরওয়ে এবং দ্বিতীয় স্থানে আছে ইটালি। যদিও নরওয়ের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে থাকলেও ইটালির সঙ্গে একই সংখ্যক পয়েন্টে দাঁড়িয়ে আছে ইজরায়েল। ফলে তাদের সামনেও আগামী বিশ্বকাপে খেলার সুযোগ এখনও আছে। কারণ এই গ্রুপে ইজরায়েলের এখনও ৩ ম্যাচ খেলা বাকি। এই গ্রুপে এই তিন দল ছাড়াও আছে এস্তোনিয়া এবং মলডোভা। এই পাঁচ দলের পয়েন্ট যথাক্রমে ১৫, ৯, ৯, ৩ এবং ০।

এই গ্রুপ থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাবার জন্য আগামী ১৪ অক্টোবর মুখোমুখি হবে ইটালি ও ইজরায়েল।

ইজরায়েল প্রসঙ্গে কী জানিয়েছে রাষ্ট্রসংঘের তদন্ত কমিশন?

গাজায় প্যালেস্তিনিয়দের গণহত্যা করেছে ইজরায়েল। রাষ্ট্রসংঘের এক তদন্ত কমিশন একথা জানিয়েছে। মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে ইজরায়েলি নেতৃত্বের বিবৃতি এবং ইজরায়েলি বাহিনীর আচরণের ধরণকে গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ হিসাবে উল্লেখ করা হয়েছে। যদিও ইজরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশমন্ত্রী জিডিওন সার (Gideon Saar) এই রিপোর্ট খারিজ করে জানিয়েছেন, এই রিপোর্ট "বিকৃত এবং মিথ্যা"।

স্পেন ফুটবল দল
Mohun Bagan: এসিএল ২-র প্রথম ম্যাচেই হার মোহনবাগানের! গ্যালারিজুড়ে উঠল 'গো ব্যাক মোলিনা' স্লোগান
স্পেন ফুটবল দল
'নয়া নিয়ম ও নির্বাচন প্রয়োজন' - কল্যাণ চৌবেকে বিঁধে ভারতীয় ফুটবলের উন্নতিতে পরামর্শ বাইচুং-র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in