'নয়া নিয়ম ও নির্বাচন প্রয়োজন' - কল্যাণ চৌবেকে বিঁধে ভারতীয় ফুটবলের উন্নতিতে পরামর্শ বাইচুং-র

People's Reporter: তিনি আরও বলেন, "শুধু প্রশাসন নয়, মাঠের পারফরম্যান্সকেও উন্নত করতে হবে। তরুণ খেলোয়াড়, বিশেষ করে অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের তুলে আনা।"
'নয়া নিয়ম ও নির্বাচন প্রয়োজন' - কল্যাণ চৌবেকে বিঁধে ভারতীয় ফুটবলের উন্নতিতে পরামর্শ বাইচুং-র
ছবি - প্রতীকী
Published on

ফের কল্যাণ চৌবের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সমালোচনা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। তাঁর মতে ফেডারেশনে নতুন নির্বাচন হলে ভারতীয় ফুটবলের উন্নতি হবে।

কলকাতা ম্যারাথনের সাংবাদিক সম্মেলনে বাইচুং বলেন, আমি নিজে গত তিন বছর ধরে সুপ্রিম কোর্টে কেস লড়ছি, যেন ফেডারেশন সংবিধান তৈরি হয়। ফিফা যদি এত সিরিয়াস হতো, তাহলে ৩ বছর আগেই চিঠি পাঠাত। আজ যা ক্ষতি হয়েছে, তা হত না। এবার সংবিধান তৈরি হয়ে নতুন নির্বাচন হবে এবং এক নতুন প্রশাসন ফুটবলকে নতুন করে শুরু করবে।

তিনি আরও বলেন, "শুধু প্রশাসন নয়, মাঠের পারফরম্যান্সকেও উন্নত করতে হবে। তরুণ খেলোয়াড়, বিশেষ করে অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের তুলে আনা।"

পাশাপাশি প্রাক্তন ভারত অধিনায়ক জানান, 'বিশ্বকাপে খেলতে হলে শুধু রক্ষণভাগ বা সেট-পিসে ভরসা করলে হবে না। ভালো, আক্রমণাত্মক ফুটবলই আমাদের এগিয়ে নিতে পারবে। খালিদের হাত ধরে ভারতীয় ফুটবল ঘুরে দাঁড়াচ্ছে এটা ভালো বিষয়। তবে আমাদের এশিয়ান কাপে ও বিশ্বকাপে কোয়ালিফাই করা এইসব টার্গেট নিয়ে চলতে হবে নাহলে ছোটখাটো টুর্নামেন্ট জিতে লাভ হবে না কিছুই।'

'নয়া নিয়ম ও নির্বাচন প্রয়োজন' - কল্যাণ চৌবেকে বিঁধে ভারতীয় ফুটবলের উন্নতিতে পরামর্শ বাইচুং-র
Asia Cup 2025: 'অ-ক্রীড়াসুলভ আচরণ' - ভারতীয় ক্রিকেটারদের 'হ্যান্ডশেক' না করা নিয়ে সরব পাক বোর্ড!
'নয়া নিয়ম ও নির্বাচন প্রয়োজন' - কল্যাণ চৌবেকে বিঁধে ভারতীয় ফুটবলের উন্নতিতে পরামর্শ বাইচুং-র
Argentina: ২ বছরেরও বেশি সময় পর ফিফা র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান হারাচ্ছে আর্জেন্টিনা! প্রথমে কোন দেশ?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in