Mohun Bagan: এসিএল ২-র প্রথম ম্যাচেই হার মোহনবাগানের! গ্যালারিজুড়ে উঠল 'গো ব্যাক মোলিনা' স্লোগান

People's Reporter: ম্যাচের পরে মোহনবাগান কোচ বলেন, যেটা ভালো কম্বিনেশন মনে হয়েছে, যারা ম্যাচ জেতাতে পারবে, আমি সেই দল খেলিয়েছি। কঠিন ম্যাচ ছিল দুই দলের জন্যই।
গতকাল ম্যাচের দৃশ্য
গতকাল ম্যাচের দৃশ্যছবি - মোহনবাগান সুপার জায়ান্টের ফেসবুক পেজ
Published on

এসিএল ২-র প্রথম ম্যাচেই হার মোহনবাগানের। মঙ্গলবার যুবভারতীতে আহাল এফকের বিরুদ্ধে ১-০ গোলে হারল টিম বাগান। ম্যাচের পরে যুবভারতীতে 'গো ব্যাক মোলিনা' স্লোগান তুললেন বাগান সমর্থকরা। সমর্থকদের যুক্তি ৩ জন বিদেশিকে খেলান মোলিনা। তবে এই নিয়ে অনুতপ্ত নন কোচ হোসে মোলিনা।

ম্যাচের পরে মোহনবাগান কোচ বলেন, 'যেটা ভালো কম্বিনেশন মনে হয়েছে, যারা ম্যাচ জেতাতে পারবে, আমি সেই দল খেলিয়েছি। কঠিন ম্যাচ ছিল দুই দলের জন্যই। প্রথমার্ধে চেষ্টা করেছিলাম গোল করার। দ্বিতীয়ার্ধে আমরা বেশি ভালো খেলেছি। ওরাও কিছু সুযোগ তৈরি করেছে। তার মধ্যে একটা গোল হয়ে গেছে। বিশাল ভালো কিছু সেভ করেছে'।

তিনি আরও বলেন, 'এএফসি কখনও সোজা নয়। আমরা ম্যাচ জেতার চেষ্টা করব প্রতিপক্ষ না দেখে। পরবর্তী ম্যাচ ইরানে। আমরা হাল ছাড়ি না। জেতার চেষ্টা করব। লড়াই করব। একটা গোল করতে পারলেই ম্যাচের ফল অন্যরকম হতো। আমি দলের খেলায় খুশি। হয়তো সেরাটা ছিল না। মাঝে একটা লম্বা বিরতি ছিল। ভাগ্য সঙ্গ দেয়নি। আমরা পরের ম্যাচে জেতার চেষ্টা করব। আমার ওপর কোনও চাপ নেই। আমি জানি আমি কী করছি। সব ম্যাচ জিতব কিনা জানি না। তবে আমরা লড়াই করব। চেষ্টা করব। গত বছরেও আমাদের শুরুটা এরকম হয়েছিল। তারপর কী হয়েছিল সবার মনে আছে।'

বাগান সচিব সৃঞ্জয় বসু জানান, 'প্রথম ম্যাচ, দুটো দলই সুযোগ পেয়েছিল। সহজ কঠিন বলে কিছু হয় না যার দিন থাকবে সেটা তারই দিন। তাছাড়া প্রি সিজনের পরে যে কোনও টিম হারে না এটা তো কখনও হয়না। তবে টিম নামানোর প্রথম থেকেই আমরা কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলেছিলাম এক্ষেত্রে আক্রমণ বাড়লে হয়তো অন্য কিছু হতে পারতো। তবে যাই হোক এক্ষেত্রে পুরোটাই কোচের সিদ্ধান্ত। তবে মোলিনার যে সাফল্য রয়েছে মোহনবাগানে সেটা একটা মেসেজ বা একটা গোলের মধ্যে দিয়ে বিচার করা সম্ভব নয়। জিতে গেলে সব ভালো। হেরে গেলে সব খারাপ। এটা পৃথিবীর নিয়ম। আশা করি আগামী দিনে একটু ভালো রেজাল্ট হবে'।

গতকাল ম্যাচের দৃশ্য
Sourav Ganguly: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের একবার CAB সভপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি!
গতকাল ম্যাচের দৃশ্য
'নয়া নিয়ম ও নির্বাচন প্রয়োজন' - কল্যাণ চৌবেকে বিঁধে ভারতীয় ফুটবলের উন্নতিতে পরামর্শ বাইচুং-র

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in