

সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে এই মুহূর্তে নির্বাচনের দরকার নেই।
বিচারপতি এল পি এস নরসিংহ এবং বিচারপতি এ এস চন্দুরকরের বেঞ্চের রায়ের পর ফেডারেশনে অচলাবস্থা কাটবে বলেই মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট জানায়, চার সপ্তাহের মধ্যে বৈঠক ডেকে ফেডারেশনকে নতুন গঠনতন্ত্র কার্যকর করতে হবে।
ফিফার শাস্তিও এড়াতে পারবে ভারতীয় ফুটবল ফেডারেশন। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ফেডারেশনের বর্তমান কমিটিই ২০২৬ সাল পর্যন্ত দায়িত্বে থাকবে। এই রায় পেয়েই আইএসএল নিয়ে এগোতে শুরু করেছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে।
কল্যাণ জানান, 'আমরা পুরোদমে চেষ্টা করছি। ৩১ মে-র মধ্যে লিগ শেষ করতে হবে। সেই অনুযায়ী হিসেব কষে এগোতে চাইছি। কন্টিনেন্টাল টুর্নামেন্টে খেলার জন্য আইএসএল টিমগুলির অন্তত ২৪টি ম্যাচ খেলতে হবে। আর তার জন্য নতুন পরিকাঠামো গড়তে হবে। কমার্শিয়াল পার্টনার এবং একটি প্রক্রিয়া মেনে চলতে হবে। সব বিষয় স্বচ্ছ রাখাটাই লক্ষ্য। সুতরাং, আমাদের সামনে অনেক কাজ। তবে এটুকু বলতে পারি ভাগ্য সাহসীদের সঙ্গেই থাকে।’
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন