ISL: সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়ে আইএসএল নিয়ে আশ্বাস কল্যাণের!

People's Reporter: বিচারপতি এল পি এস নরসিংহ এবং বিচারপতি এ এস চন্দুরকরের বেঞ্চের রায়ের পর ফেডারেশনে অচলাবস্থা কাটবে বলেই মনে করা হচ্ছে।
কল্যাণ চৌবে
কল্যাণ চৌবেছবি - কল্যাণ চৌবের ফেসবুক ওয়াল
Published on

সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে এই মুহূর্তে নির্বাচনের দরকার নেই।

বিচারপতি এল পি এস নরসিংহ এবং বিচারপতি এ এস চন্দুরকরের বেঞ্চের রায়ের পর ফেডারেশনে অচলাবস্থা কাটবে বলেই মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট জানায়, চার সপ্তাহের মধ্যে বৈঠক ডেকে ফেডারেশনকে নতুন গঠনতন্ত্র কার্যকর করতে হবে।

ফিফার শাস্তিও এড়াতে পারবে ভারতীয় ফুটবল ফেডারেশন। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ফেডারেশনের বর্তমান কমিটিই ২০২৬ সাল পর্যন্ত দায়িত্বে থাকবে। এই রায় পেয়েই আইএসএল নিয়ে এগোতে শুরু করেছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে।

কল্যাণ জানান, 'আমরা পুরোদমে চেষ্টা করছি। ৩১ মে-র মধ্যে লিগ শেষ করতে হবে। সেই অনুযায়ী হিসেব কষে এগোতে চাইছি। কন্টিনেন্টাল টুর্নামেন্টে খেলার জন্য আইএসএল টিমগুলির অন্তত ২৪টি ম্যাচ খেলতে হবে। আর তার জন্য নতুন পরিকাঠামো গড়তে হবে। কমার্শিয়াল পার্টনার এবং একটি প্রক্রিয়া মেনে চলতে হবে। সব বিষয় স্বচ্ছ রাখাটাই লক্ষ্য। সুতরাং, আমাদের সামনে অনেক কাজ। তবে এটুকু বলতে পারি ভাগ্য সাহসীদের সঙ্গেই থাকে।’

কল্যাণ চৌবে
IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস, 'গুরু' যুবরাজের জোড়া রেকর্ড ভাঙলেন 'শিষ্য' অভিষেক!
কল্যাণ চৌবে
Varun Chakaravarthy: আন্তর্জাতিক টি-২০ র‍্যাঙ্কিং-এ বোলারদের তালিকায় শীর্ষে বরুণ চক্রবর্তী!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in