

প্রথম হাইপ্রোফাইল ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশে লিগে (BBL) খেলতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সূত্রে তেমনটাই জানা যাচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এবার অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগে বল হাতে দেখা যাবে এই অফ স্পিনারকে। ফক্স স্পোর্টস জানিয়েছে, ৩৯ বছর বয়সী অশ্বিন ইতিমধ্যেই সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ গত কয়েক সপ্তাহ আগে ব্যক্তিগতভাবে অশ্বিনের সঙ্গে যোগাযোগ করেছিলেন এই বিষয়ে। যেহেতু অশ্বিন এই বছরের বিদেশি খেলোয়াড় ড্রাফটে নাম দেননি, তাই ক্রিকেট অস্ট্রেলিয়াকে তাঁকে বিশেষ অনুমতি দিতে হবে। এর আগে ২০২২ সালে মার্টিন গাপটিল মেলবোর্ন রেনেগেডসে যোগ দেওয়ার সময় একই ধরনের ছাড় পেয়েছিলেন।
সাধারণত ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সক্রিয় খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার অনুমতি দেয় না। অবসর নিলে বিদেশি লিগে খেলতে পারেন ভারতীয় ক্রিকেটাররা। তবে অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নেওয়ায় এবার তাঁর সামনে বিদেশি লিগে খেলতে কোনও অসুবিধা নেই।
অশ্বিন যে অন্যতম সেরা বোলার তা তাঁর পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (৫৩৭ উইকেট)। প্রথম স্থানে আছেন অনিল কুম্বলে (৬১৯ উইকেট)। আইপিএলে তিনি ২২১ ম্যাচে ১৮৭ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেছেন ৮৩৩ রান। সর্বোচ্চ স্কোর ৫০।
অশ্বিনের এই চুক্তি চূড়ান্ত হলে প্রথমবারের মতো কোনো বড় ভারতীয় ক্রিকেটার বিগ ব্যাশ লিগে খেলতে নামবেন, যা ভারতীয় ক্রিকেটের জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন