CFL: টানা দু'বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল! উচ্ছ্বসিত কোচ থেকে ফুটবলার সকলেই

People's Reporter: ময়দানে প্রিয় দলের জয় দেখতে মাঠ ভরায় সমর্থকরা। সপ্তাহের প্রথম দিন হলেও হাজার দশেক সাপোর্টার হাজির ছিল।
সিএফএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
সিএফএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলছবি - ইস্টবেঙ্গল এফসির ফেসবুক পেজ
Published on

আদালতের ক্লিনচিটে লাল হলুদকে গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আইএফএ। সোমবার দুপুরে ইউনাইটেড ম্যাচের আগে গতবারের ট্রফি তুলে দিলো আইএফএ। পাশাপাশি ইউনাইটেড কলকাতা ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতিতে ৪১তম ঘরোয়া লিগ জিতল বিনো জর্জের দল।

এদিন ময়দানে প্রিয় দলের জয় দেখতে মাঠ ভরিয়ে দেন সমর্থকরা। সপ্তাহের প্রথম দিন হলেও হাজার দশেক সাপোর্টার হাজির ছিলেন। চ্যাম্পিয়ন হওয়া শুধুই সময়ের অপেক্ষা ছিল। চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গলের প্রয়োজন ছিল মাত্র ১ পয়েন্ট।

ম্যাচের পরে উড়লো আবির, জ্বললো মশাল। সমর্থকরা রেলিং পেরিয়ে মাঠে ঢুকে জয় উপভোগ করলেন। লাল হলুদ কোচ আর ফুটবলাররা ইলিশ দিয়ে জয় সেলিব্রেশন করলেন।

ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বলেন, 'আমি খুশি। দুইবছর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন আমরা। এটি একটি ঐতিহ্যবাহী লিগ। নিতুদা এবং সিনিয়র দলের কোচ অস্কার ব্রুজোনকে ধন্যবাদ। পাশাপাশি গোলকিপিং কোচকেও ধন্যবাদ। শুরুর দিকে দলের মধ্যে চোট আঘাতের সমস্যা ছিল। তবে আমাদের ছেলেরা ভালো খেলেছে। আমরা যথেষ্ট ভালো খেলে পয়েন্ট অর্জন করে সুপার সিক্সে এসেছিলাম'।

এদিকে লাল হলুদ ফুটবলার পিভি বিষ্ণু বলেন, 'আমার মনে হয়, আইএসএলের থেকে কলকাতা লিগ কঠিন। অল্প সময়ের টুর্নামেন্ট। তার মধ্যে একটা দুটো ম্যাচে হারলেই লিগ কঠিন হয়ে যায়। তারপর বিভিন্ন মাঠে খেলতে হয়। একাধিক জায়গায় খেলা পড়ে। মানিয়ে নিতে সমস্যা হয়। সব মিলিয়ে কলকাতা লিগ মোটেই সহজ নয়। আমার কাছে আইএসএলের থেকে কঠিন।'

বিষ্ণু আরও বলেন, 'দুটো লিগ জয়ই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে এবারের খেতাব জয়কে আমি কিছুটা এগিয়ে রাখব। তার কারণ আমি চোট সারিয়ে মাঠে ফিরেছি। মানিয়ে নিয়ে নিজের সেরাটা দিতে পেরেছি। আগের বছরের তুলনায় নিজেকে আরও বেশি উজাড় করে দিতে পেরেছি।'

সিএফএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
Ballon d'Or: ২০২৫ ব্যালন ডি'অর চ্যাম্পিয়ন ডেম্বেলে, মহিলা ফুটবলে রেকর্ড বোনমাতির!
সিএফএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
ISL: সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়ে আইএসএল নিয়ে আশ্বাস কল্যাণের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in