IND vs WI: জাদেজা-সিরাজের দাপটে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ, ২ দিন বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল ভারত

People's Reporter: টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে ১৬২ রানেই অল আউট হয়ে যায় ক্যারিবিয়নরা।
প্রথম টেস্টে জয়ী ভারত
প্রথম টেস্টে জয়ী ভারত ছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ইনিংস ও ১৪০ রানে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতে নিল ভারত। পাশাপাশি দেশের মাটিতে  অধিনায়ক হিসেবে শুবমন গিলের প্রথম জয় এটি। ম্যাচের সেরা হলেন রবীন্দ্র জাদেজা।

২ দিন বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল ভারত। জাদেজা, সিরাজদের আক্রমণাত্মক বোলিং-র সামনে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। দুই ইনিংস মিলিয়ে সিরাজ মোট ৭ উইকেট নিলেন (৪ এবং ৩)। জাদেজা নিলেন ৪ উইকেট, দুই ইনিংস মিলিয়ে কুলদীপ নিলেন ৪ উইকেট, বুমরাহ পেলেন ৩ উইকেট এবং ওয়াশিংটন সুন্দরের দখলে ২ উইকেট।

ম্যাচ হেরে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ বলেন, "যখন আপনি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আর ১৬০ রানের আশেপাশে আউট হয়ে গেলে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। ভারত বিশাল স্কোর করেছিল। আমাদের যে লক্ষ্য ছিল তা পূরণ করতে পারিনি। আমাদের আরও ভালো ব্যাট করতে হবে। ভারতে প্রথম ইনিংসে শক্তিশালী স্কোর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ"।

অন্যদিকে, শুবমন গিল জানান, "এটা ঠিক আমি টানা ৬টি টস হেরেছি। তবে এতে যদি ম্যাচ জিতে যাই তাহলে কোনও সমস্যা নেই। এই খেলায় আমরা যেভাবে পারফর্ম করেছি তাতে আমি সত্যিই খুশি। আমার মনে হয় এটি আমাদের খেলার মতো নিখুঁত ম্যাচ ছিল - তিনটি সেঞ্চুরিয়ান এবং দুই ইনিংসেই দুর্দান্ত ফিল্ডিং। পিচ নিয়ে আমাদের কোনও অভিযোগ ছিল না। ব্যাট করার জন্য ভালো উইকেট ছিল। যশস্বী এবং আমি ভালো শুরু করেছিলাম কিন্তু সেটা বড় ইনিংসে পরিণত করতে পারিনি"।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে ১৬২ রানেই অল আউট হয়ে যায় ক্যারিবিয়নরা। জবাবে ব্যাট করতে নেমে কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং ধ্রুব জুরেলের সেঞ্চুরির উপর ভর করে ৫ উইকেটের বিনিময়ে ৪৪৮ রান তুলে তৃতীয় দিনের শুরুতেই ডিক্লেয়ার করে ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট পড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের। ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েন হোপরা। একটা সময় মনে হচ্ছিলে ১০০ রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়ে যাবে। তবে আথানাজ (৩৮) এবং গ্রিভসের (২৫) পার্টনারশিপ কিছুটা ভরসা যোগায় ক্যারিবিয়নদের। তাঁরা আউট হওয়ার পর আর বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। ১৪৬ রানেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস।

এই মুহূর্তে ভারত ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১০ অক্টোবর। দিল্লির অরুণ জেটলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ণায়ক ম্যাচ।

প্রথম টেস্টে জয়ী ভারত
IND vs WI Test: রাহুলের পর সেঞ্চুরি জাদেজা-জুরেলেরও, ধোনিকে টপকে টেস্ট ক্রিকেটে নজির জাড্ডুর!
প্রথম টেস্টে জয়ী ভারত
ICC Women's WC: মহিলা ক্রিকেট বিশ্বকাপে 'আজাদ কাশ্মীর' বিতর্ক! কী ব্যাখ্যা প্রাক্তন পাক অধিনায়কের?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in