
আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপকে (ICC Women's World Cup) কেন্দ্র করে নয়া বিতর্কের সৃষ্টি। পাকিস্তান মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সানা মিরের ‘আজাদ কাশ্মীর’ মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। যদিও নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি।
বাংলাদেশ বনাম পাকিস্তান মহিলা দলের ম্যাচ চলাকালীন সানা মির বলেন, “পাকিস্তানের দলটি অনেক কমবয়সি ক্রিকেটারদের নিয়ে তৈরি। নাতালিয়া পারভেজ কাশ্মীর, আজাদ কাশ্মীরের মেয়ে। লাহোরে প্রচুর ক্রিকেট খেলেছে”।
সানার এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই দাবি করেছেন, সানাকে ধারাভাষ্য থেকে সরিয়ে দিক আইসিসি।
নিজের এক্স মাধ্যমে ‘আজাদ কাশ্মীর’ কথাটির ব্যাখ্যা দেন সানা মির। তিনি লেখেন, “দুর্ভাগ্যজনক যে কীভাবে পরিস্থিতিকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে একজন ক্রীড়াবিদের উপর অপ্রয়োজনীয় চাপ দেওয়া হচ্ছে। দুঃখজনক যে এর জন্য সকলের কাছে ব্যাখ্যাও দিতে হচ্ছে”।
তিনি আরও লেখেন, পাকিস্তানের একজন খেলোয়াড়ের জন্মস্থান সম্পর্কে আমার মন্তব্যটি কেবল পাকিস্তানের একটি নির্দিষ্ট অঞ্চল থেকে আসার সময় যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন তিনি, তা তুলে ধরার জন্য বলেছিলাম। এটা নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে। আমি আগেও অন্যান্য ক্রিকেটাররা কোন অঞ্চল থেকে উঠে এসে ক্রিকেট খেলতে শুরু করেছেন তা ধারাভাষ্য দেওয়ার সময় উল্লেখ করেছি। এটা নতুন কিছু নয়”।
পাশাপাশি সানা লেখেন, “একজন ধারাভাষ্যকার হিসেবে, আমাদের লক্ষ্য খেলাধুলো, দল এবং খেলোয়াড়দের উপর মনোযোগ দেওয়া। তাঁদের অনুপ্রেরণামূলক গল্পগুলি তুলে ধরা। আমার মনে কোনও বিদ্বেষ নেই বা অনুভূতিতে আঘাত করার কোনও উদ্দেশ্য নেই”।
উল্লেখ্য, গতকাল পাকিস্তান মহিলা দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ মহিলা দল। প্রথমে ব্যাট করে ৩৮.৩ ওভারে ১২৯ রান করে পাক দল। জবাবে ব্যাট করতে নেমে ৩১.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩১ রান করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন