IND vs WI Test: অপেক্ষার অবসান, ৮ বছর পর দেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি রাহুলের!
৩,২১১ দিন পর দেশের মাটিতে টেস্টে সেঞ্চুরি করলেন ভারতের তারকা ব্যাটার কে এল রাহুল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় দিনে লাঞ্চের আগে ভারতের স্কোর ৩ উইকেটের বিনিময়ে ২১৮ রান।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত ছন্দে ব্যাটিং করছেন কে এল রাহুল। যশস্বী, সাই সুদর্শন এবং শুবমন গিলের সাথে দায়িত্ব নিয়ে পার্টনারশিপ গড়েন তিনি। যার মধ্যে শুধু গিলের সাথেই ৯৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন রাহুল। দক্ষতার সাথে নিজের সেঞ্চুরি পূরণ করেন তিনি।
লাঞ্চের আগে ১৯২ বল খেলে ১০০ রানে অপরাজিত রয়েছেন কে এল। মেরেছেন ১২টি চার। ২০১৬ সালের ডিসেম্বরের পর এটিই তাঁর দেশের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরি। পাশাপাশি টেস্ট কেরিয়ারের ১১তম সেঞ্চুরি। গিল ৫০ রানে আউট হওয়ার পর ৩৮ বল খেলে অপরাজিত আছেন ধ্রুব জুরেল। ভারতের দখলে রয়েছে ৫৬ রানের লিড।
প্রসঙ্গত, বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকেন হোপরা। রস্টন চেজ (২৪), শাই হোপ (২৬) এবং জাস্টিন গ্রিভস (৩২) ছাড়া অন্যান্য ব্যাটাররা বেশি রান করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয় মাত্র ১৬২ রানে।
ভারতের বোলিং বিভাগে অসাধারণ বল করেন মহম্মদ সিরাজ। তিনি ১৪ ওভার বল করে ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন। বুমরাহও ১৪ ওভার বল করে ৪২ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। ২টি উইকেট নেন কুলদীপ যাদব এবং ১টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন