Ranji Trophy: ঘোষিত বাংলার রঞ্জি দল! স্কোয়াডে ফিরলেন শামি-আকাশদীপ

People's Reporter: বাংলা দলের অধিনায়ক করা হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে। এছাড়া দলে আছেন অভিজ্ঞ ব্যাটার সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুদমার।
মহম্মদ শামি
মহম্মদ শামিছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

আগামী ১৫ অক্টোবর থেকে ইডেনে রঞ্জি ট্রফি অভিযান শুরু করছে বাংলা। প্রতিপক্ষ উত্তরাখন্ড। এরপরই বাংলা গুজরাটের বিরুদ্ধে খেলবে। খেলা হবে ইডেনেই। বাংলার রঞ্জি দলে নেওয়া হয়েছে আকাশদীপ ও মহম্মদ শামিকে

মহারাষ্ট্র, রেলওয়েজের মত শক্তিশালী দলও আছে বাংলার গ্রুপে। বাংলা দলে ফিরলেন মহম্মদ শামি। অনেকদিন ভারতীয় দলের বাইরে শামি। ফলে রঞ্জি ট্রফিকে প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে দেখছেন এই পেসার। এছাড়া বাংলা দলে সুযোগ পেয়েছেন ইংল্যান্ড সফরে ভারতের অন্যতম সফল পেসার আকাশ দীপ।

বাংলা দলের অধিনায়ক করা হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে। এছাড়াও দলে আছেন অভিজ্ঞ ব্যাটার সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুদমার। কয়েক মরসুম পর বাংলা দলে সুযোগ পেয়েছেন কাজী জুনেদ সইফি। এছাড়া তরুণ ব্যাটার অভিষেক পোড়েলের কাছেও বড়ো পরীক্ষা। দীর্ঘদিন রঞ্জি আসেনি বাংলায়। এবারে কী হয় সেটাই দেখার।

বাংলা দল - অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অভিষেক পোড়েল, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুমন্ত্র গুপ্ত, সৌরভ কুমার সিং, বিশাল ভাটি, মহম্মদ শামি, আকাশ দীপ, সূরজ সিন্ধু জয়সওয়াল,হাবিব গান্ধী, কাজি জুনেদ সইফি, রাহুল প্রসাদ, সুমিত মোহান্ত এবং বিকাশ সিং।

মহম্মদ শামি
Lionel Messi: যুবভারতীতে মেসি ম্যাজিকের অপেক্ষা, কবে থেকে মিলবে টিকিট?
মহম্মদ শামি
Inter Kashi: আইএসএলের অনিশ্চয়তার মাঝেই ইন্টার কাশিকে আইএসএলে ক্লিনচিট ফেডারেশনের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in