
আফগানিস্তানের প্রথম বোলার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ২০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন রাশিদ খান (Rashid Khan)। এই কীর্তি তিনি গড়েছেন বাংলাদেশের বিরুদ্ধে।
গত ৮ অক্টোবর আবু ধাবিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে তিনি ১০ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। এই ম্যাচে তিনি মেহেদি হাসান মিরাজ, জাকের আলি এবং নুরুল হাসানকে আউট করেন। তিনি আফগানিস্তানের প্রথম বোলার যিনি ২০০ উইকেট নিলেন একদিনের ক্রিকেটে।
এর পাশাপাশি রাশিদ খান প্রথম এশিয়ান বোলার হিসেবে টি-২০তে ১৫০-র বেশি উইকেট এবং ODI-তে ২০০-র বেশি উইকেটের মালিক হলেন।
এখনও পর্যন্ত ১১৫টি ওয়ানডে ম্যাচে রাশিদের ঝুলিতে রয়েছে ২০২টি উইকেট, গড় ২০.২৮ এবং ইকনমি রেট ৪.২৩। তাঁর সেরা বোলিং ফিগার ৭/১৮। আফগানিস্তানের উইকেটশিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মহম্মদ নবি। তিনি ১৭৪ ম্যাচে ১৭৬ উইকেট নিয়েছেন। তৃতীয় স্থানে আছেন জাদরান। ৮২ ম্যাচে ১১৫টি উইকেটের মালিক তিনি।
ওয়ান ডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আফগানিস্তান। প্রথম ওয়ান ডে ম্যাচে ৪৮.৫ ওভারে ২২১ রান করেছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৬ রান তুলে ম্যাচ জিতে নেয় আফগানিস্তান।
শনিবার ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ৪৪.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১০৯ রানেই অল আউট হয়ে যায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন