ICC Women's World Cup: এক বছরে সর্বাধিক রান! বিশ্বকাপের মঞ্চে বিশ্বরেকর্ড স্মৃতি মন্ধানার

People's Reporter: চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ব্যাটে খুব বেশি রান করতে পারেননি স্মৃতি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩ বলে ২৩ রান করে বিশ্বরেকর্ড গড়েছেন।
স্মৃতি মন্ধানা
স্মৃতি মন্ধানাছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

বিশ্বকাপের মঞ্চে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানা। আইসিসির এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের মালিক হলেন তিনি। ভাঙলেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের রেকর্ড।

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ব্যাটে খুব বেশি রান করতে পারেননি স্মৃতি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩ বলে ২৩ রান করে বিশ্বরেকর্ড গড়েছেন। এতদিন মহিলা ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের মালিক ছিলেন বেলিন্ডা ক্লার্ক। তিনি ১৯৯৭ সালে ৯৭০ রান করেছিলেন। স্মৃতি মন্ধানা ১৭ ইনিংসে ৯৭৩ রান করলেন। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। তিনি ২০২২ সালে ৮৮২ রান করেছিলেন।

বিশ্বকাপে ছন্দে পাওয়া না গেলেও গোটা বছর জুড়ে অসাধারণ ক্রিকেট খেলেছেন স্মৃতি। ৪টি সেঞ্চুরিও এসেছে তাঁর ব্যাট থেকে। বিশ্বকাপের আগে ১৪ ইনিংসে ৬৬.২৮ গড়ে ৯২৮ রান করেছিলেন। তাঁর স্ট্রাইকরেট ছিল ১১৫.৮৫।

এক ক্যালেন্ডার বর্ষে ১০০০ রান করা প্রথম মহিলা ক্রিকেটার হতে পারেন স্মৃতি। বিশ্বকাপের লিগ পর্বে এখনও ৪টি ম্যাচ বাকি রয়েছে ভারতের। ফলে সেই রেকর্ড কেবল সময়ের অপেক্ষা বলা যেতে পারে।

উল্লেখ্য, গতকাল ভারতীয় ব্যাটিং বিভাগে ধস নামলে শেষে হাল ধরেন বাংলার রিচা ঘোষ। তাঁকে সহযোগিতা করেন স্নেহ রানা। ৭৭ বলে ৯৪ রান করেছিলেন রিচা। তাঁর অসামান্য ইনিংসের পরেও হারতে হয়েছে ভারতকে। বোলিং বিভাগের একাধিক ভুলে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২৫১ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে লরা উলভার্টের ৭০, ট্রাইওনের ৪৯ এবং ডি ক্লার্কের ৫৪ বলে ৮৪ রানের ইনিংস জয় এনে দেয় দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়াদের হয়ে নিজের সর্বাধিক রান করলেন ডি ক্লার্ক।

স্মৃতি মন্ধানা
Shubman Gill: 'রোহিত ভাইয়ের কাছে অনেকি কিছু শিখেছি' - ODI অধিনায়ক হওয়ার পর প্রথম মুখ খুললেন গিল!
স্মৃতি মন্ধানা
Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 'বিলিওনেয়ার' হলেন রোনাল্ডো! সম্পত্তির পরিমাণ জানেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in