Shubman Gill: 'রোহিত ভাইয়ের কাছে অনেকি কিছু শিখেছি' - ODI অধিনায়ক হওয়ার পর প্রথম মুখ খুললেন গিল!

People's Reporter: সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের জন্য একদিনের এবং টি-২০ স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই। যেখানে দেখা যায় একদিনের অধিনায়ক করা হয়েছে শুবমন গিলকে।
শুবমন গিল
শুবমন গিলছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ভারতের নতুন ওডিআই অধিনায়ক হয়ে প্রথম মুখ খুললেন শুবমন গিল। এই দায়িত্ব দেওয়ার জন্য নির্বাচকদের ধন্যবাদ জ্ঞাপন করেন শুবমন। পাশাপাশি রোহিত শর্মার অধিনায়কত্বকে অনুসরণ করার কথা জানালেন তিনি।

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের জন্য একদিনের এবং টি-২০-র স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই। যেখানে দেখা যায় একদিনের অধিনায়ক করা হয়েছে শুবমন গিলকে। বিসিসিআই-এর ঘোষণার পর গিল বলেন, "এটি টেস্ট ম্যাচের মাঝামাঝি সময়ে ঘোষণা করা হয়েছে, আমি তার একটু আগেই এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরেছিলাম। এটি একটি বড় দায়িত্ব এবং আরও বড় সম্মান। আমার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমি এই ফরম্যাটে দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছি"।

গিল আরও বলেন, “আমি সত্যিই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আমি যতটা সম্ভব বর্তমান মুহূর্তে থাকতে চাই এবং অতীতের অর্জন বা দলের অর্জন নিয়ে ভাবতে চাই না। আমি শুধু সামনে এগিয়ে যেতে চাই এবং আগামী মাসগুলিতে আমাদের যা সম্ভব তা জিততে চাই।”

রোহিত শর্মার টেস্ট এবং টি-২০ ফরম্যাটে না থাকলেও অস্ট্রেলিয়া সিরিজের একদিনের স্কোয়াডে রয়েছেন তিনি। এতদিন রোহিতের অধিনায়কত্বেই খেলেছেন গিল। এবার গিলের নেতৃত্বে খেলতে হবে হিটম্যানকে। রোহিত সম্পর্কে গিল বলেন, “রোহিত ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। একটি হলো তাঁর শান্ত স্বভাব, আরেকটি হলো দলের মধ্যে যে বন্ধুত্ব তিনি তৈরি করেন। আমি চাই এই গুণাবলী আমার নেতৃত্বেও থাকুক।”

শুবমন গিল
Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 'বিলিওনেয়ার' হলেন রোনাল্ডো! সম্পত্তির পরিমাণ জানেন?
শুবমন গিল
Ranji Trophy: ঘোষিত বাংলার রঞ্জি দল! স্কোয়াডে ফিরলেন শামি-আকাশদীপ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in