
সংকটে মহামেডান স্পোর্টিং। ইনভেস্টর আসছে না ক্লাবে। প্লেয়ায়দের বেতন বাকি। ফিফার শাস্তির মুখেও তারা। ইনভেস্টরের আশায় ক্লাবকর্তারা বারবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাহায্য চাইলেও এখনও স্থায়ী সমাধান হয়নি। এই আবহেই মহামেডানকে 'ছাগলের তৃতীয় সন্তান' বলে কটাক্ষ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
এক ফ্যান ক্লাব কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেও কাজের কাজ হয়নি। এবার আর এক ফ্যান ক্লাব দেখা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গে।নওশাদ বলেন, 'ইস্টবেঙ্গল, মোহনবাগানের পাশে মুখ্যমন্ত্রী যেভাবে দাঁড়িয়েছিলেন সেভাবে মহামেডানের পাশে দাঁড়াননি। মহামেডান স্পোর্টিংকে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ট্রিট করা হচ্ছে'।
নওশাদ আরও দাবি করেন, তাঁকে দায়িত্ব দেওয়া হলে তিনি ইনভেস্টরের ব্যবস্থা করতে পারেন। কিছুদিন আগে মোহনবাগান সমর্থকদের ওপর যে পুলিশি হামলার ঘটনা ঘটে তার সঙ্গেও রাজনীতির যোগ রয়েছে বলে দাবি করেছেন তিনি। নওশাদ বলেন, 'কিছুদিন আগে দর্শকদের পুলিশ দিয়ে পেটানো হয়েছে। কখনও ইস্টবেঙ্গলের সঙ্গে নোংরামি হয়েছে’।
প্রসঙ্গত ইস্টবেঙ্গল ক্লাব যখন ইনভেস্টর সমস্যার মধ্যে ছিল তখন প্রথমে শ্রী সিমেন্ট গোষ্ঠীকে এনে দেন মমতা। এরপর এই গোষ্ঠীর সঙ্গে লাল হলুদের মনোমালিন্য হলে ইমামি গোষ্ঠীকে এনে দেন মুখ্যমন্ত্রীই। তবে মহামেডান ইস্যুতে এখনও সমাধান অধরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন