
রোহিত শর্মা এবং বিরাট কোহলির সাথে আমার কোনও সমস্যাই নেই। বাইরে অনেক গুজব ছড়ায় - ভারতের একদিনের দলের অধিনায়ক হওয়ার পর এই প্রথম সমালোচকদের কড়া জবাব দিলেন শুবমন গিল।
আগামীকাল অর্থাৎ রবিবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বনাম ভারতের একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ। যার নেতৃত্ব দেবেন তরুণ শুবমন গিল। তাঁর অধিনায়কত্বেই খেলতে হবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। যা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। তবে গিল সেই সব বিষয় নিয়ে চিন্তিত নন।
পার্থে সাংবাদিকদের শুবমন জানান, “বাইরের যেই গল্প চলুক না কেন, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। এটা আগের মতোই। তিনি (রোহিত) খুব সাহায্য করেন আমাকে এবং সবসময় তাঁর অভিজ্ঞতা শেয়ার করেন। আমি তাঁকে জিজ্ঞেস করেছি, ‘আপনি যদি অধিনায়ক হতেন, এই উইকেটে কী করতেন?’ আমি অন্য খেলোয়াড়দের মনের মধ্যে কী চলছে সেটা জানতে পছন্দ করি"।
গিল বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, "আমার বিরাট এবং রোহিত ভাই দুজনের সঙ্গেই ভালো সম্পর্ক আছে। আমি সবসময় তাদের পরামর্শ নিই, এবং তাঁরা কখনো জানাতে দ্বিধা বোধ করেন না। আমি নিশ্চিত, এই সিরিজে অনেক মুহূর্ত থাকবে যেখানে আমি তাঁদের কাছ থেকে শেখার সুযোগ পাব। যদি কোনো কঠিন পরিস্থিতি আসে, আমি অবশ্যই তাঁদের পরামর্শই নেব"।
নিজের অধিনায়কত্বের জার্নি প্রসঙ্গে গিল জানান, "এটি খুবই উত্তেজনাপূর্ণ। ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার উত্তরাধিকার বহন করতে আমার জন্য বড় চ্যালেঞ্জ"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন