

ইতিহাস গড়লো ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল। অসাধারণ প্রত্যাবর্তনের মাধ্যমে তারা উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো (যোগ্যতা অর্জনের মাধ্যমে) এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করল ভারত।
২০ বছর পর অনূর্ধ্ব-১৭ মহিলা এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলবে ভারত। উজবেকিস্তানের বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে ভারত। তবে কোচ জোয়াকিম-র একটি পরিবর্তনই ভারতকে ম্যাচে ফিরতে সাহায্য করে। ৪০ মিনিটে বোনিফিলিয়া শুল্লাইয়ের পরিবর্তে মাঠে নামানো হয় থান্দামনি বাস্কেকে। দ্বিতীয়ার্ধে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
৫৫ মিনিটে থান্দামনি দুর্দান্ত গোল করে ভারতকে সমতায় ফেরান। এরপর ৬৬ মিনিটে তাঁর পাস থেকেই অনুষ্কা কুমারী জয়সূচক গোলটি করেন।
এই জয়ের ফলে গ্রুপ ‘জি’-তে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ভারত চীনে আয়োজিত হওয়া অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করল। এই বয়সভিত্তিক টুর্নামেন্টে এটিই ভারতের প্রথম কোয়ালিফিকেশন। ২০০৫ সালে শেষবার ভারত সরাসরি মূলপর্বে খেলেছিল, যখন ১১টি দল অংশ নিয়েছিল। তারপর থেকে যোগ্যতা অর্জনের মাধ্যমে মূল পর্বে অংশগ্রহণ করতে হয়।
উল্লেখ্য, ভারতীয় পুরুষ ফুটবল দল ব্যর্থ হলেও মহিলাদের সিনিয়র দল, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-১৭ ফুটবল দল এএফসি এশিয়ান কাপ ২০২৬-র মূল পর্বে অংশ গ্রহণ করেছে। ফলে মহিলা ফুটবলে যে ভারত যথেষ্ট উন্নতি করছে তা এই সাফল্য দেখলেই বোঝা যায়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন