
ভারতীয় ফুটবলের দুঃসময় অব্যাহত। এবার ফিফা ক্রমতালিকায় আরও দু'ধাপ নেমে ১৩৬ নম্বর স্থানে গেল ভারতীয় পুরুষ ফুটবল দল। যা ২০১৬ সালের ২৪ নভেম্বরের পর থেকে সবথেকে খারাপ র্যাঙ্কিং।
সম্প্রতি সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে ২০২৭ এএফসি এশিয়ান কাপের আশা শেষ হয়েছে ভারতের সিনিয়র পুরুষ ফুটবল দলের। ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের স্বপ্ন আগেই শেষ হয়েছিল। যার জেরে আরও সমস্যায় পড়তে হল ব্লু-টাইগার্সদের।
২০২৩ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপ, সাফ চ্যাম্পিয়নশিপ এবং ট্রাই নেশন সিরিজ জেতার পর থেকে অবনতি শুরু হয়েছে ভারতীয় ফুটবল দলের। গত ২ বছরে দু'বার কোচ পরিবর্তন হয়েছে ভারতের। ইগর স্টিমাচের পরে এলেন মানোলো মার্কেজ। পরে মানোলো মার্কেজকে পরিবর্তন করে খালিদ জামিলকে দায়িত্ব দেওয়া হয়।
খালিদ জামিল দায়িত্ব নেওয়ার পর কিছুটা ছন্দে দেখায় ভারতীয় ফুটবল দলকে। কাফা নেশনস কাপে ভারত তৃতীয় স্থানও অধিকার করে। তবে ক্রমশ নামতে নামতে বর্তমানে ভারতের স্থান ১৩৬। এর আগে ২০১৬ সালে ১৩৭ নম্বরে নেমেছিল ভারত। আর ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ৯৪ নম্বরে উঠেছিল। সেটাই ভারতের সেরা র্যাঙ্কিং ছিল।
অন্যদিকে, ফিফা ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। তৃতীয় স্থানে নামলো ফ্রান্স। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড ও পর্তুগাল। ষষ্ঠ স্থানে উঠেছে নেদারল্যান্ডস। একধাপ নেমে ব্রাজিল রয়েছে সপ্তম স্থানে। বেলজিয়াম আছে অষ্টম স্থানে, নবম স্থানে ইতালি এবং দশম স্থানে রয়েছে জার্মানি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন