
কলিঙ্গ সুপার কাপে প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসি-কে হারিয়ে সকলকে চমকে দিয়েছিল তরুণ মোহনবাগান। সেই জয়ের আত্মবিশ্বাসে ভর করে এবার তারা মুখোমুখি হচ্ছে শক্তিশালী এফসি গোয়ার। যারা আইএসএলের সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল। সুপার কাপের ফাইনালে ওঠার সুযোগ তারা আর হাতছাড়া করতে চাইবে না।
কেরালার বিরুদ্ধে পুরোপুরি নতুন কম্বিনেশন নিয়ে মাঠে নেমে যেভাবে খেলেছে মোহনবাগান, তা নিঃসন্দেহে চমকপ্রদ। সেই দলেরই পুনরাবৃত্তি হতে চলেছে সেমিফাইনালে। বুধবার বিকেল ৪.৩০টের সময় শুরু হবে ম্যাচ। তার আগে বাগান কোচ বাস্তব রায় জানান, "দলের ছেলেদের বলেছি ম্যাচটা উপভোগ করতে এবং দিনটাকে স্মরণীয় করে রাখতে। সবাই ফিট এবং খেলার জন্য প্রস্তুত। নিঃসন্দেহে এফসি গোয়া কেরালার তুলনায় শক্তিশালী। তাই সহজ হবে না, কিন্তু আমরা তৈরি।"
তিনি আরও বলেন, “একটা ম্যাচ দেখে কাউকে বিচার করা ঠিক নয়। এই ছেলেদের সময় দিতে হবে। এখনই বেশি উচ্ছ্বাস দেখানো উচিত হবে না। আমরা শুধু সেমিফাইনাল জয়ের লক্ষ্যেই এগোচ্ছি। এরপর ফাইনাল নিয়ে ভাবব।”
প্রতিপক্ষ এফসি গোয়ার কোচ মানোলো মার্কেজও মোহনবাগানকে হালকাভাবে নিচ্ছেন না। তাঁর মন্তব্য, “এই স্তরে প্রতিটি ম্যাচই কঠিন। মোহনবাগান মূল দলের অর্ধেক নিয়ে এসেছে, তাও আমি শুরু থেকেই জানতাম ওরা এই সিদ্ধান্ত নেবে। ওদের বিদেশি ফুটবলার নুনো রেইস খুব ভাল খেলোয়াড়। ওদের কিছু হারানোর নেই, তাই ওরা ভয়হীন ফুটবল খেলবে।”
দুই দলেরই লক্ষ্য সুপার কাপের ফাইনালে ওঠা। তবে কারা পারবেন চাপ সামলে শেষ হাসি হেসে মাঠ ছাড়তে, তা বলবে সময়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন