
রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ানসের গুরুত্বপূর্ণ ম্যাচে উপস্থিত ছিলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন এবং তাঁদের পুত্র অঙ্গদ। স্ট্যান্ডে উপস্থিত অঙ্গদকেও কিছু মুহূর্তের জন্য ক্যামেরায় দেখা যায়, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এই নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন বুমরাহ-পত্নী সঞ্জনা।
সোশ্যাল মিডিয়ার সমালোচকদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, "আমাদের ছেলে আপনার বিনোদনের বিষয় নয়।"
সঞ্জনা আরও জানান, তিনি এবং বুমরাহ বরাবর চেষ্টা করেন অঙ্গদকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে। তিনি লেখেন, "ইন্টারনেট একটি ঘৃণ্য, জঘন্য জায়গা। ক্যামেরা ভরা ক্রিকেট স্টেডিয়ামে একটি শিশুকে নিয়ে আসার মানে আমরা বুঝি। কিন্তু আমাদের উপস্থিতির উদ্দেশ্য ছিল কেবল জসপ্রীতকে সমর্থন করা।"
তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, "আমাদের ছেলে ভাইরাল হওয়া বা জাতীয় আলোচনার বিষয় হওয়ার জন্য স্টেডিয়ামে ছিল না। ৩ সেকেন্ডের একটি ভিডিও দেখে তার ব্যক্তিত্ব, সমস্যা বা জীবন নিয়ে মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক।"
পাশাপাশি সঞ্জনা লেখেন, "আমাদের ছেলেকে ইন্টারনেটে ভাইরাল করা বা জাতীয় সংবাদমাধ্যমে আনার কোনও ইচ্ছাই নেই। কিন্তু কেউ কেউ এটাকে বিনোদন ভাবছেন। ওর সবে দেড় বছর বয়স। তার ভিডিও ফুটেজ দিয়ে ট্রমা, ডিপ্রেশন এই ধরণের শব্দ ব্যবহার বন্ধ করুন। আপনারা আমার ছেলের সম্পর্কে কিছুই জানেন না, আমাদের জীবন সম্পর্কে জানেন না। তাই সকলকে অনুরোধ করছি এই ধরণের কাজ করবেন না। সোশ্যাল মিডিয়াতে ভেবেচিন্তে মতামত প্রদান করুন।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন