EPL: ৪ ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন! ম্যানচেস্টারের রেকর্ড স্পর্শ করল লিভারপুল

People's Reporter: লিভারপুল ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ খেতাব নিশ্চিত করেছে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৪ ম্যাচে ৬৭।
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলছবি - লিভারপুলের ফেসবুক পেজ
Published on

৪ ম্যাচ বাকি থাকতেই ২০২৪-২৫ ইংলিশ প্রিময়ার লিগ চ্যাম্পিয়ন হল লিভারপুল। টটেনহ্যামকে ৫-১ গোলে পরাজিত করে এই নিয়ে ২০ বার ইপিএল চ্যাম্পিয়ন হল লিভারপুল। সবথেকে বেশি লিগ খেতাব জয়ের নিরিখে ম্যানচেস্টার ইউনাইটেডকে স্পর্শ করলেন মহম্মদ সালাহরা।

লিভারপুল ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ খেতাব নিশ্চিত করেছে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৪ ম্যাচে ৬৭। অর্থাৎ বাকি ৪টি ম্যাচ জিতলেও আর্সেনালের সর্বোচ্চ পয়েন্ট হবে ৭৯।

রবিবার লিভারপুল ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলে পরাজিত করে। ম্যাচের শুরু থেকেই লিভারপুল খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন। যদিও ১২ মিনিটে টটেনহ্যামের হয়ে গোল করেন ডোমিনিক সোলাঙ্কে। কিন্তু ১৬ মিনিটেই লুই দিয়াজের গোলে সমতা ফেরায় লিভারপুল। ২৪ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাক অ্যালিস্টার। ৩৪ মিনিটে গোল করেন কোডি গ্যাকপো। ৬৩ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন মহম্মদ সালাহ। ৬৯ মিনিটে টটেনহ্যামের আত্মঘাতী গোলে ৫-১ গোলে জয় ছিনিয়ে নেয় লিভারপুল।

ক্লাব ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ ম্যাচ শেষে বলেন, "এই শিরোপা শুধু আমাদের দলের জন্য নয়, পুরো লিভারপুল শহর ও বিশ্বজুড়ে আমাদের সমর্থকদের জন্য। খেলোয়াড়রা অবিশ্বাস্য সাহসিকতা ও মনোবল দেখিয়েছেন।"

অসাধারণ ছন্দে রয়েছেন মহম্মদ সালাহ। এখনও পর্যন্ত ৩৪ ম্যাচে ২৮টি গোল এবং ১৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। এছাড়া অন্যান্য প্লেয়ারাও দারুণ প্রদর্শন করেছেন।

লিভারপুল সমর্থকরা অ্যানফিল্ড এবং শহরের রাস্তায় রাতভর উদযাপন করেন। ফানুস উড়িয়ে, পতাকা হাতে, স্লোগান দিতে দিতে তাঁরা নিজেদের দীর্ঘ প্রতীক্ষিত এই জয়ের আনন্দ ভাগ করে নেন।

বিশেষজ্ঞরা বলছেন, ক্লপের অধীনে এটি লিভারপুলের অন্যতম সেরা মরসুমগুলোর মধ্যে একটি, যেখানে দলীয় সংহতি, কঠোর পরিশ্রম ও কৌশলগত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লিভারপুলের জন্য এই শিরোপা শুধু একটি সাফল্য নয়, বরং ভবিষ্যতের জন্য আরও বড় স্বপ্নের পথে এক নতুন শুরু।

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল
IPL 2025: নিলামেই হেরে বসেছিল! বিস্ফোরক চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল
'আমার সততা নিয়েও প্রশ্ন!' - পহেলগাঁও কান্ডের পর কটাক্ষের শিকার হয়ে পাল্টা জবাব নীরজ চোপড়ার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in