

আইপিএলে মাঠে যতটা লড়াই হয়, তার চেয়ে কম নয় নিলাম টেবিলের কৌশলগত যুদ্ধ। আর সেই যুদ্ধে ব্যর্থ হওয়ার ফলেই এবারের মরসুমে হতাশাজনক পারফর্ম্যান্স করছে চেন্নাই সুপার কিংস (CSK)। এমনটাই দাবি করেছেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।
ফ্লেমিং জানিয়েছেন, "জেদ্দায় সেই সন্ধ্যায় যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত খেলোয়াড়দের দলে নিতে পারিনি, তখনই একটা লড়াই শুরু হয়ে গিয়েছিল। অন্য দলগুলি নিলামে নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়েছে। কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভুল করেছি। আত্মসমালোচনার জায়গা অবশ্যই আছে, আর সেটা শুরু হয় আমার দিক থেকেই।"
দলে ১৯ জন খেলোয়াড় ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করেও ঠিক সমন্বয় খুঁজে পাওয়া যায়নি। রাহুল ত্রিপাঠী, দীপক হুদা, বিজয় শঙ্করের মতো খেলোয়াড়দের ব্যর্থতা ও রুতুরাজ গায়কোয়াড়ের চোট দলকে আরও চাপে ফেলেছে।
তবে হতাশার মধ্যেও আশার আলো দেখছেন ফ্লেমিং। ডিওয়াল্ড ব্রেভিস, শেখ রশিদ এবং আয়ুষ মাত্রের মতো তরুণদের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশা জাগাচ্ছে। কোচের মতে, "নিলাম নিখুঁত বিজ্ঞান নয়। এটি অনেকটা ২৫টি বাড়ি কেনার মতো। চাপ থাকে। কিন্তু আমাদের বিশ্বাস, দলটা একেবারে খারাপ নয়।"
অন্যদিকে, দলের খেলায় ক্ষুব্ধ হয়েছেন ধোনিও। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পরাজয়ের পর দলের ব্যাটিং বিভাগকে কড়া ভাষায় ভর্ৎসনা করে তিনি বলেন, "আমরা বারবার উইকেট হারাচ্ছি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রথম ইনিংসে পিচ ব্যাটিং সহায়ক ছিল, তখন ১৫৫ রানের মতো কম স্কোর কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আমরা ১৫-২০ রান কম করেছি, যা শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দিয়েছে।"
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন