IPL 2025: 'ডাল মে কুছ কালা হ্যায়' - আইপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রাক্তন পাক তারকার

People's Reporter: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের একটি ভিডিও শেয়ার করে ম্যাচ গড়াপেটার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেসার জুনাইদ খান।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ
Published on

২০২৫ আইপিএলে ম্যাচ গড়াপেটার একাধিক অভিযোগ সামনে আসছে। এবার এই বিষয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন পেসার জুনাইদ খান। তিনি মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের একটি ভিডিও শেয়ার করে ম্যাচ গড়াপেটার ইঙ্গিত দিয়েছেন।

ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে, দীপক চাহারের ওভারে লেগ সাইডে শট মারতে গিয়ে মিস করেন ঈশান কিষাণ। উইকেটরক্ষক রায়ান রিকেলটন বল ধরেন। কোনও আবেদন না থাকা সত্ত্বেও কিষাণ নিজে থেকেই ডাগআউটে ফিরে যেতে থাকেন। ফিল্ড আম্পায়ার বিনোদ সেশান প্রথমে ওয়াইড দেওয়ার ইঙ্গিত দিতে গিয়েও, কিষাণকে দেখে আউটের জন্য আঙুল উপরে তুলতে থাকেন। তবে একটু সংকোচবোধ করছিলেন। সাথে সাথেই আবেদন জানান দীপক চাহার। আউট দিয়ে দেন অনফিল্ড আম্পায়ার। পরে রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে লাগেনি – অর্থাৎ কিষাণ ছিলেন নট আউট।

এই ঘটনার ভিডিও এক্স (পূর্বে ট্যুইটার)-এ শেয়ার করে জুনাইদ খান লেখেন, "ডাল মে কুছ কালা হ্যায়" – যার বাংলা অর্থ, “কিছু তো সন্দেহজনক আছেই।”

এমনকি ম্যাচ চলাকালীন ধারাভষ্যকররাও অবাক হয়ে যান। তাঁদের মধ্যে কেউ কেউ বলেন, হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে স্নিকো মিটারে আওয়াজ বোঝা যায়নি। কারণ ব্যাটে বল লাগলে সবার আগে বুঝতে পারেন ব্যাটারই।

এটাই প্রথম নয়, গত সপ্তাহে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছিলেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি। তবে রাজস্থান রয়্যালস ও অন্যান্য সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলি এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছে।

আইপিএল-র ম্যাচ গড়াপেটার অভিযোগ নিয়ে সরব হয়েছেন পাকিস্তানের আর এক প্রাক্তন ক্রিকেটার তানভীর আহমেদ। তিনি এক্স-এ লেখেন, “বিসিসিআই বলে আইপিএল বিশ্বের সবচেয়ে বড় লিগ, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু ফিক্সিংয়ের দিক থেকেও এটা সবচেয়ে বড়। বেশিরভাগ দলই ফিক্সারদের হাতে।”

যদিও বিসিসিআই বা আইপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ধরনের মন্তব্যে টুর্নামেন্টের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রতীকী ছবি
'আমার সততা নিয়েও প্রশ্ন!' - পহেলগাঁও কান্ডের পর কটাক্ষের শিকার হয়ে পাল্টা জবাব নীরজ চোপড়ার
প্রতীকী ছবি
IPL 2025: কেন বারবার ব্যর্থ রাসেল? নাইট শিবিরকে নয়া পদক্ষেপের বার্তা প্রাক্তন তারকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in