'আমার সততা নিয়েও প্রশ্ন!' - পহেলগাঁও কান্ডের পর কটাক্ষের শিকার হয়ে পাল্টা জবাব নীরজ চোপড়ার

People's Reporter: সমাজমাধ্যমে নীরজ চোপড়া লেখেন, আমি সাধারণত খুব কম কথা বলি। কিন্তু এর অর্থ এই নয় যে আমি যা ভুল বলে মনে করি তার বিরুদ্ধে কথা বলব না।
নীরজ চোপড়া
নীরজ চোপড়া ছবি সৌজন্যে SAI MEDIA টুইটার হ্যান্ডেল
Published on

এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভারতে আসার জন্য পাকিস্তানের তারকা আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ। আর পহেলগাঁও হামলার পর থেকেই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় সমাজমাধ্যমে। এবার নিন্দুকদের কড়া জবাব দিলেন

সমাজমাধ্যমে নীরজ চোপড়া লেখেন, "আমি সাধারণত খুব কম কথা বলি। কিন্তু এর অর্থ এই নয় যে আমি যা ভুল বলে মনে করি তার বিরুদ্ধে কথা বলব না। বিশেষ করে যখন আমাদের দেশের প্রতি আমার ভালোবাসা এবং আমার পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন তোলা হয়।

তিনি এও লেখেন, "নীরজ চোপড়া ক্লাসিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনা হয়েছে। যার বেশিরভাগই ঘৃণ্য। তারা আমার পরিবারকেও বাদ দেয়নি। আমি আরশাদকে আমন্ত্রণ জানিয়েছিলাম শুধুমাত্র একজন ক্রীড়াবিদ হিসেবে। এর থেকে কিছু বেশি বা কম নয়। এনসি ক্লাসিকের লক্ষ্য ছিল সেরা ক্রীড়াবিদদের ভারতে নিয়ে আসা এবং আমাদের দেশকে বিশ্বমানের ক্রীড়া ইভেন্টের গড় হিসেবে তুলে ধরা। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার দুই দিন আগে সোমবার সমস্ত ক্রীড়াবিদদের কাছে আমন্ত্রণ জানানো হয়েছিল।"

পাশাপাশি তিনি জানান, "গত ৪৮ ঘন্টায় যা হয়েছে তাতে আরশাদের ভারতে আসা অসম্ভব। সমগ্র দেশের সাথে যা হয়েছে তাতে আমিও মর্মাহত। যাঁরা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন সকলের পরিবারের জন্য আমিও চিন্তিত। আমি নিশ্চিত যে আমাদের দেশ এর যোগ্য জবাব দেবে। যাতে সকলে বিচার পায়।"

নীরজ আরও লেখেন, আমি এত বছর ধরে দেশকে গর্বিত করছি। তাই আমার সততা নিয়ে প্রশ্ন তোলা দেখলে কষ্ট হয়। আমার কষ্ট হয় যে আমাকে এমন লোকদের কাছে নিজেকে ব্যাখ্যা করতে হচ্ছে যারা আমাকে এবং আমার পরিবারকে কোনও যুক্তি ছাড়াই নিশানা করছে। আমরা সাধারণ মানুষ, দয়া করে আমাদের অন্য কিছু বলে প্রমাণ করবেন না। কিছু মিডিয়া আমাকে নিয়ে একাধিক মিথ্যা গল্প তৈরি করছে। চারপাশে অনেক মিথ্যা গল্প তৈরি করেছে, কিন্তু আমি কথা বলি না বলেই তা সত্য হয়ে ওঠে না।

পাশাপাশি তিনি সমালোচকদের উদ্দেশ্য লেখেন, "মানুষ কীভাবে মতামত পরিবর্তন করে তা বুঝতেও আমার অসুবিধা হয়। এক বছর আগে যখন আমার মা তার সরলতায় একটি নির্দোষ মন্তব্য করেছিলেন, তখন তাঁর মতামতের প্রশংসার ঝড় উঠেছিল। আজ, একই লোকেরাই একই বক্তব্যের জন্য তাঁকে আক্রমণ করতে দু'বার ভাবলো না।"

প্রসঙ্গত, ‘এনসি ক্লাসিক’ প্রতিযোগিতাটি হবে বেঙ্গালুরুতে। যার জন্য আরশাদ নাদিম সহ বিশ্বের তারকা জ্যাভলিন থ্রোয়ারদের আমন্ত্রণ জানান নীরজ চোপড়া। কিন্তু পহেলগাওঁ হামলার পর থেকেই নাদিমকে আমন্ত্রণ জানানো নিয়ে সমাজমাধ্যমে নীরজকে লাগাতার আক্রমণ করছেন অনেকেই। যদিও ভারতে আসতে পারবেন না বলেই জানান আরশাদ। তিনি বলেন, "২২ মে কোরিয়ায় যাচ্ছি আমি। এ বছরের অনুশীলন ও প্রতিযোগিতার ক্যালেন্ডার আগেই ঠিক করা হয়ে গেছে, নতুন প্রতিযোগিতার জায়গা নেই। আর এশিয়ান চ্যাম্পিয়নশিপটি ২৭-৩১ মে পর্যন্ত চলবে। নীরজ চোপড়াকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ।"

নীরজ চোপড়া
Pahalgam: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জের! নীরজের ডাকে ভারতে জ্যাভলিন প্রতিযোগিতায় 'না' আরশাদ নাদিমের
নীরজ চোপড়া
IPL 2025: কেন বারবার ব্যর্থ রাসেল? নাইট শিবিরকে নয়া পদক্ষেপের বার্তা প্রাক্তন তারকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in