
আগামী ২৪ মে অনুষ্ঠিত হতে চলা অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজ চোপড়া আয়োজিত জ্যাভলিন প্রতিযোগিতা ‘এনসি ক্লাসিক’-এ আমন্ত্রণ পেয়েও অংশ নিচ্ছেন না পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম।
পাকিস্তানের আরশাদ নাদিম এবং ভারতের নীরজ চোপড়া্র মধ্যে যে ভালো বন্ধুত্ব রয়েছে, তা সকলেরই জানা। সম্প্রতি শোনা যাচ্ছিল নীরজ আয়োজিত জ্যাভলিন প্রতিযোগিতায় (২৪ মে) আসতে পারেন আরশাদ। কিন্তু এখন জানা যাচ্ছে তিনি ভারতে আসবেন না। পহেলগাঁওতে জঙ্গি হামলার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন আরশাদ, বলে মনে করা হচ্ছে।
প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী আরশাদ অবশ্য এই প্রসঙ্গে বলেন, "২২ মে কোরিয়ায় যাচ্ছি আমি। এ বছরের অনুশীলন ও প্রতিযোগিতার ক্যালেন্ডার আগেই ঠিক করা হয়ে গেছে, নতুন প্রতিযোগিতার জায়গা নেই। আর এশিয়ান চ্যাম্পিয়নশিপটি ২৭-৩১ মে পর্যন্ত চলবে। নীরজ চোপড়াকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ।"
নাদিমের ভারত সফরে আসা আরও অনিশ্চিত হয়েছে পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় পর। কারণ সরকারের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের নাগরিকদের আপাতত ভিসা দেওয়া হবে না। যদিও এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই নাদিম জানিয়েছিলেন, তিনি ভারতে আসছেন না। ফলে প্রশ্ন উঠেছে—তিনি সত্যিই আসতে চাইলেও আদৌ আসতে পারতেন কি না।
প্রসঙ্গত, নীরজ চোপড়া আয়োজিত ‘এনসি ক্লাসিক’ প্রতিযোগিতাটি প্রথমে হরিয়ানার পঞ্চকুলায় হওয়ার কথা থাকলেও পরে তা বেঙ্গালুরুতে স্থানান্তরিত করা হয়েছে। সেদিনই জানা যায়, নাদিমকে প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয়েছিল।
এর আগে নীরজ চোপড়া জানিয়েছিলেন, 'আমি আরশাদকে আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি বলেছেন যে তাঁর কোচের সাথে আলোচনা করে আমার সাথে যোগাযোগ করবেন।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন