
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পুনরায় জানিয়ে দিল বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলবে না ভারত। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ২৬ পর্যটকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বোর্ড। সেই সঙ্গে বিসিসিআই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, দুই দেশের রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক না হলে দ্বিপাক্ষিক ক্রিকেটে ফেরার কোনও সম্ভাবনা নেই।
বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা এক বিবৃতিতে বলেন, “আমরা আক্রান্তদের পাশে আছি। আমরা হামলার নিন্দা জানাই। আমরা সরকারের সিদ্ধান্ত মেনেই চলি। যেহেতু বর্তমান পরিস্থিতিতে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে অনুমতি দিচ্ছে না, তাই আমরাও সেই সিদ্ধান্তেই অটল থাকব। কেবলমাত্র আইসিসি আয়োজিত টুর্নামেন্টে অংশ নিতে বাধ্য হওয়ার কারণেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলি।”
ভারত ও পাকিস্তানের শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০১২-১৩ সালে। এরপর শুধুমাত্র আইসিসি বা এশিয়া কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টেই দুই দল মুখোমুখি হয়েছে। সম্প্রতি ২০২৩ সালের বিশ্বকাপে পাকিস্তান ভারত সফর করলেও, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত পাকিস্তানে খেলতে যায়নি। ভারতের সবক'টি ম্যাচ হয়েছিল দুবাইতে।
অন্যদিকে, পহেলগাঁওতে ঘটে যাওয়া নৃশংস সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার আইপিএল-এর মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচে নীরবতা পালন করা হয়। খেলোয়াড়, কোচ, অফিসিয়াল, ধারাভাষ্যকার থেকে শুরু করে স্টাফরাও কালো আর্মব্যান্ড পরে শ্রদ্ধা জানান। গতকাল ম্যাচে কোনও চিয়ারলিডার, আতশবাজি বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল না।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, “এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুঃসময়ে গোটা ক্রিকেট পরিবার তাঁদের পাশে রয়েছে।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন