Pahalgam: 'ভারত এর জবাব দেবে' - পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দায় দেশের ক্রিকেট মহল

People's Reporter: মঙ্গলবার বিকেলে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামের বৈসরান উপত্যকায় নৃশংস জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছেন।
পহেলগাঁও হামলার তীব্র নিন্দায় ক্রিকেটাররা
পহেলগাঁও হামলার তীব্র নিন্দায় ক্রিকেটাররাগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলার ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছে দেশের ক্রিকেট মহল। যুবরাজ সিং থেকে ইরফান পাঠান সকলেই অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামের বৈসরন উপত্যকায় নৃশংস জঙ্গি হামলায় অন্তত ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই বর্বরোচিত হামলার পর দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মঙ্গলবার রাতেই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। ২০২৩ সালে টিআরএফকে ‘সন্ত্রাসবাদী গোষ্ঠী’ হিসাবে চিহ্নিত করে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি জানান, "নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এর জন্য দোষীদের অবশ্যই মূল্য দিতে হবে। ভারত জবাব দেবে।"

প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান, যিনি কাশ্মীরে দীর্ঘ সময় ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি বলেন, "যখনই একজন নিরীহ মানুষ মারা যায়, মানবতা মারা যায়। আমি কাশ্মীরে ছিলাম কয়েকদিন আগেই — যা হয়েছে, সেটা ব্যক্তিগতভাবে খুব কষ্ট দেয়।"

অন্যদিকে, যুবরাজ সিং বলেন, "পহেলগাঁওয়ের পর্যটকদের উপর হামলা গভীরভাবে দুঃখজনক। আহত ও নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।"

বীরেন্দ্র সেহওয়াগ এই ঘটনার পর এক্স-এ লেখেন, "পহেলগাঁওয়ের নিরীহ পর্যটকদের উপর নিন্দনীয় সন্ত্রাসী হামলার কথা শুনে গভীরভাবে ব্যথিত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে।"

বর্তমান জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল-ও শোক প্রকাশ করেন। রাহুল লেখেন, "কাশ্মীরে সন্ত্রাসী হামলার খবর শুনে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।"

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এক্স মাধ্যমে লেখেন, "পহেলগাঁওয়ে প্রাণ হারানো পরিবারের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা। ভারত সরকারের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কাউকে রেহাই দেওয়া হবে না।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই হামলার পরই এক উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নির্ধারিত সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দিল্লিতে ফিরে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষামন্ত্রীসহ বিভিন্ন শীর্ষকর্তার সঙ্গে জরুরি বৈঠকে বসেন। গোটা কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঘটনার পর জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, "এই কাপুরুষোচিত হামলা কোনভাবেই বরদাস্ত করা হবে না। যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের শীঘ্রই বিচার হবে।"

পহেলগাঁও হামলার তীব্র নিন্দায় ক্রিকেটাররা
Pahalgam: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না বাড়ি! পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত বাংলার তিন বাসিন্দা
পহেলগাঁও হামলার তীব্র নিন্দায় ক্রিকেটাররা
Kerala: শেষ দু'দশক ধরে বিজেপিকে 'সাম্প্রদায়িক' দল বলছে কংগ্রেস-সিপিএম, যা মিথ্যা - রাজীব চন্দ্রশেখর
পহেলগাঁও হামলার তীব্র নিন্দায় ক্রিকেটাররা
Waqf: 'ঘৃণ্য রাজনীতি' - নিশিকান্ত দুবের 'মুসলিম কমিশনার'-এর পাল্টা জবাব এস ওয়াই কুরেশির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in