Waqf: 'ঘৃণ্য রাজনীতি' - নিশিকান্ত দুবের 'মুসলিম কমিশনার'-এর পাল্টা জবাব এস ওয়াই কুরেশির

People's Reporter: গত ১৭ এপ্রিল এক্স মাধ্যমে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি লেখেন, ওয়াকফ আইন নিঃসন্দেহে মুসলিম জমি দখলের জন্য সরকারের একটি স্পষ্টতই অশুভ পরিকল্পনা।
নিশিকান্ত দুবে (বামদিকে) এবং এস ওয়াই কুরেশি (ডানদিকে)
নিশিকান্ত দুবে (বামদিকে) এবং এস ওয়াই কুরেশি (ডানদিকে)ছবি - সংগৃহীত
Published on
Summary

* নিজের এক্স হ্যান্ডেলে ওয়াকফ সংশোধিত আইনের সমালোচনা করেছিলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি।

* যার উত্তরে তাঁকে 'মুসলিম কমিশনার' বলে আক্রমণ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

* উত্তরে কুরেশি বলেন, ধর্মীয় পরিচয়ে নয়, নিজের কাজের মাধ্যমে মানুষের কাছে পরিচিতি পাওয়াই শ্রেষ্ঠ।

ধর্মীয় পরিচয়ে নয়, নিজের কাজের মাধ্যমে মানুষের কাছে পরিচিতি পাওয়াই শ্রেষ্ঠ। সংশোধিত ওয়াকফ আইন ইস্যুতে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের আক্রমণের উত্তরে একথা জানালেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। সম্প্রতি তাঁকে 'মুসলিম কমিশনার' বলে আক্রমণ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার পাল্টা জবাব দিলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার।

দেশজুড়ে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। এই আবহে গত ১৭ এপ্রিল এক্স মাধ্যমে কুরেশি লেখেন, "ওয়াকফ আইন নিঃসন্দেহে মুসলিম জমি দখলের জন্য সরকারের একটি স্পষ্টতই অশুভ পরিকল্পনা। আমি নিশ্চিত যে সুপ্রিম কোর্ট এর বিরুদ্ধে রায় দেবে। বিভ্রান্তিকর প্রচার যন্ত্রের মাধ্যমে ভুয়ো তথ্য প্রচার করার কাজটি ভালোভাবেই হয়েছে"।

কুরেশির এই পোস্ট শেয়ার করে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে পাল্টা লেখেন, "আপনি নির্বাচন কমিশনার ছিলেন না, আপনি ছিলেন একজন মুসলিম কমিশনার। আপনার আমলে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় সর্বাধিক সংখ্যক বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ভোটার করা হয়েছিল।"

তিনি আরও লেখেন, "৭১২ সালে নবী মুহাম্মদের ইসলাম ভারতে এসেছিল, তার আগে এই ভূমি হিন্দু বা উপজাতি, জৈন বা বৌদ্ধদের ছিল যারা এই ধর্মের সাথে যুক্ত"।

নিশিকান্ত দুবের এই পোস্টের পরই এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কুরেশি বলেন, "আমি আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি দীর্ঘ আইএএস জীবনে সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধকে অটুট রেখেছি। দুঃখের বিষয়, কিছু লোকের কাছে ধর্মীয় পরিচয়ই তাদের ঘৃণার রাজনীতির মূল অস্ত্র হয়ে উঠেছে।"

পাশাপাশি গতকাল এক্স মাধ্যমে নাট্যকার জর্জ বার্নার্ড শ’র একটি উক্তি পোস্ট করেন কুরেশি। যা ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যেখানে বলা হয়েছে, "আমি অনেক আগেই শিখেছি, কখনও শূকরের সাথে লড়াই করতে নেই। এতে আপনি নোংরা হবেন, আর শূকর এটাই পছন্দ করে।"

নিশিকান্ত দুবে (বামদিকে) এবং এস ওয়াই কুরেশি (ডানদিকে)
Haryana: বেলাগাম কন্যাভ্রূণ হত্যা! হরিয়ানায় বাতিল ৩০০ স্বাস্থ্যকেন্দ্রের লাইসেন্স, তদন্তে টাস্কফোর্স
নিশিকান্ত দুবে (বামদিকে) এবং এস ওয়াই কুরেশি (ডানদিকে)
Kapil Mishra: দিল্লি হিংসা মামলায় সাময়িক স্বস্তি কপিল মিশ্রের! ৭ মে পর্যন্ত তদন্তে স্থগিতাদেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in