
২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গায় বিজেপি বিধায়ক তথা মন্ত্রী কপিল মিশ্রের বিরুদ্ধে তদন্তের স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল এক আদালত। আগামী ৭ মে পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হয়েছে।
সোমবার আদালতে কপিল মিশ্রের পক্ষে শুনানিতে হাজির ছিলেন সিনিয়র আইনজীবী পি কে দুবে এবং দিল্লি পুলিশের পক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর অমিত প্রসাদ। আদালতে তাঁরা জানান, গত ৯ এপ্রিল আদালত কিছু নোটিশ জারির নির্দেশ দিয়েছিল। কিন্তু তা কার্যকর করা সম্ভব হয়নি।
বিশেষ আদালতের বিচারক কাবেরী বাওয়েজার জানান, কপিল মিশ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশে যে স্থগিতাদেশ পূর্বে দেওয়া হয়েছিল তার মেয়াদ আগামী ৭ মে পর্যন্ত বৃদ্ধি করা হল।
এর আগে, ৯ এপ্রিল মন্ত্রীর আবেদনের ভিত্তিতে বিচারক ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ স্থগিত করে ২১ এপ্রিল পর্যন্ত করেছিলেন। পাশাপাশি বিচারক যমুনা বিহারের বাসিন্দা মহম্মদ ইলিয়াস এবং অন্যান্যদের নোটিশ জারি করে ২১ এপ্রিলের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
এই মামলার সূত্রপাত হয় মহম্মদ ইলিয়াসের দায়ের করা এক আবেদনের মাধ্যমে। যেখানে অভিযোগ করা হয়, কপিল মিশ্র দাঙ্গার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাঁর বক্তব্যের কারণে উত্তেজনা ছড়ায়।
১ এপ্রিল অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট (এসিজেএম) বৈভব চৌরাসিয়া জানান, "অভিযোগ আছে ঘটনার সময় কপিল মিশ্র এলাকায় উপস্থিত ছিলেন, তাই বিস্তারিত তদন্ত আবশ্যক।"
যমুনা বিহারের বাসিন্দা মহম্মদ ইলিয়াসের দায়ের করা এফআইআর-র আর্জির শুনানিতে এই নির্দেশ দিয়েছিল আদালত। দিল্লি পুলিশ এই আবেদনের বিরোধিতা করে জানায় যে, দাঙ্গার সঙ্গে মিশ্রের কোনও যোগাযোগ নেই। তবে আদালত দিল্লি পুলিশের আর্জি খারিজ করে দেয়।
প্রসঙ্গত, ২০২০ সালে নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। যা কার্যত দাঙ্গার রূপ নেয়। উত্তর-পূর্ব দিল্লিতে এই হিংসা ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, কপিল মিশ্রের 'উস্কানিমূলক' মন্তব্যের কারণেই হিংসা ছড়ায়। শাহিনবাগে আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরানোর জন্য পুলিশকে তিনদিনের ‘আলটিমেটাম’ দিয়েছিলেন মিশ্র, নইলে রাস্তা ‘সাফাই’ অভিযানে নামবেন তিনি বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপরই দিল্লি হিংসা হয়, যেখানে প্রায় ৫৫ জনের মৃত্যু হয়েছিল এবং কয়েকশ আহত হয়েছিলেন। ঘরছাড়া হন বহু মানুষ। কিন্তু দিল্লি পুলিশের পেশ করা চার্জশিটে ওই বিজেপি নেতার নাম ছিল না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন