
দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। ১৩ মে অবসর নেবেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তার পরের দিনই অর্থাৎ ১৪ মে দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই (বি আর গাভাই)।
নিয়মানুযায়ী প্রধান বিচারপতি কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছেন, যেখানে বিচারপতি গাভাইকে তাঁর উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়েছে।
বিচারপতি গাভাই প্রায় ছয় মাস এই পদে বহাল থাকবেন। চলতি বছরের নভেম্বরে অবসর গ্রহণ করবেন তিনি। উল্লেখযোগ্যভাবে, বিচারপতি কেজি বালকৃষ্ণণের পর তিনি হবেন দ্বিতীয় দলিত ব্যক্তি যিনি দেশের সর্বোচ্চ বিচার বিভাগীয় পদে বসবেন।
মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণকারী গাভাই ১৯৮৫ সালে আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি ব্যারিস্টার রাজা ভোঁসলের অধীনে কাজ করেছেন এবং ১৯৮৭-১৯৯০ সাল পর্যন্ত বোম্বে হাইকোর্টে অনুশীলন করেছেন।
এরপর, তিনি মূলত সাংবিধানিক এবং প্রশাসনিক আইন নিয়ে কাজ করেছেন। ১৯৯২ সালে তিনি সহকারী সরকারি আইনজীবী হিসেবে নিযুক্ত হন। পরে ২০০০ সালে বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের সরকারি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৩ সালে তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০০৫ সালে স্থায়ী বিচারক হন। ২০১৯ সালে বিচারপতি গাভাই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে দায়িত্বকালে গাভাই গুরুত্বপূর্ণ কিছু মামলার রায়দানকারী বেঞ্চের অংশ ছিলেন। বিশেষভাবে, তিনি কেন্দ্রের ২০১৬ সালের নোটবন্দির সিদ্ধান্তকে বহাল রাখা এবং নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক ঘোষণা করার মামলার রায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১১ নভেম্বর দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি সঞ্জীব খান্না। রাষ্ট্রপতি দৌপদী মুর্ম তাঁকে শপথ বাক্য পাঠ করান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন