National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় বড় ধাক্কা কংগ্রেসের, ইডির চার্জশিটে নাম সনিয়া-রাহুলের

People's Reporter: মামলার সূত্রপাত ২০১৩ সালে সুব্রক্ষণ্যম স্বামীর অভিযোগের ভিত্তিতে। অভিযোগ, কংগ্রেস পরিচালিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের প্রকাশনা সংস্থা এজিএল-এর বাজারে কোটি কোটি টাকার দেনা ছিল।
সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী
সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীফাইল ছবি
Published on

ন্যাশনাল হেরাল্ড মামলায় এবার বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। মঙ্গলবার এই মামলায় সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল ইডি। এই প্রথম কোনও মামলায় সনিয়া-রাহুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ-র অধীনে চার্জশিট পেশ করা হয়েছে। ইডির পেশ করা ওই চার্জশিটে নাম রয়েছে কংগ্রেসের বৈদেশিক শাখার প্রধান স্যাম পিত্রোদা ও প্রাক্তন সাংবাদিক সুমন দুবের। আগামী ২৫ এপ্রিল বিশেষ আদালতের হবে এই মামলার শুনানি।

বিশেষ আদালতের বিচারপতি বিশাল গোগন মঙ্গলবার ইডির জমা দেওয়া চাজর্শিট পর্যালোচনা করেন। এরপরেই সেই চার্জশিট গৃহীত হয় আদালতে। বিচারপতি গোগন ইডিকে নির্দেশ দিয়েছেন, আগামী শুনানির দিন কেস ডায়েরি আদালতে পেশ করতে হবে ইডিকে।  

শনিবারই ন্যাশনাল হেরাল্ডের অর্থ নয়ছয় মামলায় ‘অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড’ (এজেএল) এবং মালিক সংস্থা ‘ইয়ং ইন্ডিয়ান’-এর ৬৬১ কোটি টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি হেফাজতে নেওয়ার নোটিশ জারি করেছে ইডি। দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গে ঐতিহ্যবাহী ন্যাশনাল হেরাল্ড হাউস, মুম্বাইয়ের বান্দ্রায় পত্রিকার কার্যালয় এবং লক্ষ্ণৌয়ের বিশ্বেশ্বর নাথ রোডে অবস্থিত এজিএল বিল্ডিংয়ে নোটিশ দিয়ে এসেছেন ইডির আধিকারিকরা। নোটিশে অবিলম্বে সেই সমস্ত ভবন খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এজিএল এবং ইয়ং ইন্ডিয়ানকে।

উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলার সূত্রপাত ২০১৩ সালে তৎকালীন বিজেপি সাংসদ সুব্রক্ষণ্যম স্বামীর অভিযোগের ভিত্তিতে। তাঁর অভিযোগ ছিল, কংগ্রেস পরিচালিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের প্রকাশনা সংস্থা এজিএল-এর বাজারে কোটি কোটি টাকার দেনা ছিল। যার বেশির ভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া। ২০০৮ সালে সংবাদপত্রটির প্রকাশনা সংস্থা বন্ধ হয়ে যাওয়ার পর সংস্থাটি অধিগ্রহণ করেন সনিয়া, রাহুল এবং কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতাদের ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’ সংস্থা।

স্বামীর অভিযোগ ছিল, বেআইনিভাবে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের ২০০০ কোটির সম্পত্তি দখল করেছে ইয়ং ইন্ডিয়ান, যার শেয়ারহোল্ডার ছিলেন সোনিয়া এবং রাহুল-সহ আরও অনেকে। অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড থেকেই প্রকাশিত হত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি। স্বামীর যুক্তি, কংগ্রেস রাজনৈতিক দল। তাই তারা কোনও বাণিজ্যিত সংস্থাকে ঋণ দিতে পারে না। ২০১৪ সালে এই মামলায় তদন্তের নির্দেশ দেয় দিল্লির পাতিয়ালা হাউস আদালত। যার ভিত্তিতে ২০২১ সালে এই মামলার তদন্ত শুরু করে ইডি।

কংগ্রেস অবশ্য বরাবরই ন্যাশনাল হেরাল্ডের সবরকম তদন্তপ্রক্রিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে এসেছে। চার্জশিট নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আইনের শাসনের ছদ্মবেশে রাষ্ট্র পরিচালিত অপরাধ”। অধীর চৌধুরীর কথায়, এটা প্রধানমন্ত্রী মোদীর কংগ্রেসকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত।

এদিকে মঙ্গলবার সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করার কয়েক ঘন্টা আগে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরাকে হরিয়ানার এক জমি হস্তান্তরের ঘটনায় তলব করেছিল ইডি। দীর্ঘ ৬ ঘণ্টা জেরা করা হয় তাঁকে।

২০০৭ সালে হরিয়ানার গুরুগ্রামে সাড়ে ৩ একর জমি ৭ কোটি টাকায় কিনেছিলেন রবার্ট বঢরা। ওই সময় সেরাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের ভূপিন্দার সিং হুদা। অভিযোগ, সেই সময় ওই জমিতে আবাসন নির্মাণের অনুমতি পান। এরপর সেই জমি ডিএলএফ-কে ৫৮ কোটি টাকায় বিক্রি করেন বেআইনি ভাবে। যদিও নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ উড়িয়ে রবার্ট দাবি করেন, বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার কারণেরই ইডি তাঁকে তলব করেছে।

সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী
ক্লাসরুম ঠান্ডা রাখতে দেওয়ালে গোবর! পাল্টা অধ্যক্ষের ঘরে গোবর লেপে এসি খোলার প্রস্তাব পড়ুয়াদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in