
চলতি আইপিএল-এ লাগাতার ব্যর্থ হচ্ছেন কলকাতা নাইট রাইডার্স তারকা আন্দ্রে রাসেল। এবার ক্যারিবিয়ন তারকাকে আরও আগে নামানোর পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার অনিল কুম্বলে।
৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচ হেরে আইপিএল পয়েন্টস টেবিলের সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং বিপর্যয়ই মূলত হারের কারণ কলকাতার। ভেঙ্কটেশ আইয়ার থেকে শুরু করে আন্দ্রে রাসেল, একের পর এক ম্যাচে রান পাচ্ছেন না ব্যাটাররা। রাসেল ৬ ম্যাচে ব্যাট করে ৪, ৫, ১, ৭, ১৭ এবং ২১ রান করেছেন। তাঁর ফর্ম নিয়ে সন্তুষ্ট নন কেকেআর সমর্থকরা।
কুম্বলে বলেন, "মনে হচ্ছে কলকাতা রাসেলকে ঠিক করে ব্যবহার করতে পারছে না। রাসেলকে অনেক পরে নামানো হচ্ছে। ওকে আরও এগিয়ে আনা উচিত। ব্যাটিং অর্ডার আরও ঠিক করতে হবে কলকাতার।"
তিনি আরও বলেন, "কলকাতার বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। কিন্তু ব্যাটিং বিপর্যয়ই দলটাকে ডোবাচ্ছে। গত বার ওপেনিং জুটি কাজ অনেক সহজ করে দিয়েছিল। কিন্তু এবার তা হচ্ছে না। সেই কারণে চাপ বাড়ছে।"
আগামী ২৬ এপ্রিল ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে নামবে কলকাতা। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব। প্লে-অফের আশা জিইয়ে রাখার জন্য এই ম্যাচ জিততেই হবে কলকাতাকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন