IPL 2025: কেন বারবার ব্যর্থ রাসেল? নাইট শিবিরকে নয়া পদক্ষেপের বার্তা প্রাক্তন তারকার

People's Reporter: ৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচ হেরে আইপিএল পয়েন্টস টেবিলের সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং
আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিংছবি - কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ
Published on

চলতি আইপিএল-এ লাগাতার ব্যর্থ হচ্ছেন কলকাতা নাইট রাইডার্স তারকা আন্দ্রে রাসেল। এবার ক্যারিবিয়ন তারকাকে আরও আগে নামানোর পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার অনিল কুম্বলে।

৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচ হেরে আইপিএল পয়েন্টস টেবিলের সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং বিপর্যয়ই মূলত হারের কারণ কলকাতার। ভেঙ্কটেশ আইয়ার থেকে শুরু করে আন্দ্রে রাসেল, একের পর এক ম্যাচে রান পাচ্ছেন না ব্যাটাররা। রাসেল ৬ ম্যাচে ব্যাট করে ৪, ৫, ১, ৭, ১৭ এবং ২১ রান করেছেন। তাঁর ফর্ম নিয়ে সন্তুষ্ট নন কেকেআর সমর্থকরা।

কুম্বলে বলেন, "মনে হচ্ছে কলকাতা রাসেলকে ঠিক করে ব্যবহার করতে পারছে না। রাসেলকে অনেক পরে নামানো হচ্ছে। ওকে আরও এগিয়ে আনা উচিত। ব্যাটিং অর্ডার আরও ঠিক করতে হবে কলকাতার।"

তিনি আরও বলেন, "কলকাতার বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। কিন্তু ব্যাটিং বিপর্যয়ই দলটাকে ডোবাচ্ছে। গত বার ওপেনিং জুটি কাজ অনেক সহজ করে দিয়েছিল। কিন্তু এবার তা হচ্ছে না। সেই কারণে চাপ বাড়ছে।"

আগামী ২৬ এপ্রিল ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে নামবে কলকাতা। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব। প্লে-অফের আশা জিইয়ে রাখার জন্য এই ম্যাচ জিততেই হবে কলকাতাকে।

আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং
Pahalgam: 'কোনও দ্বিপাক্ষিক সিরিজ নয়' - পহেলগাঁও হত্যাকাণ্ডে পাকিস্তানকে কড়া বার্তা BCCI-র
আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং
IPL 2025: পহেলগাঁওতে নিহত পর্যটকদের শ্রদ্ধার্ঘ্য! মুম্বই-হায়দরাবাদ ম্যাচে একাধিক সিদ্ধান্ত BCCI-র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in