
বুধবার আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদ (SRH) বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (MI) ম্যাচে পহেলগাঁওতে নিহতদের প্রতি শ্রদ্ধা ও এই ঘটনায় ধিক্কার জানাতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। কালো আর্ম ব্যান্ড পরে নামবেন দুই দলের খেলোয়াড়রা।
পহেলগাঁওতে ঘটে যাওয়া মর্মান্তিক সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুইজন বিদেশি নাগরিকও রয়েছেন। এই ঘটনায় গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) জানিয়েছে, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকের ম্যাচে খেলোয়াড় ও আম্পায়াররা কালো আর্ম ব্যান্ড পরবেন এবং ম্যাচ শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।
BCCI আরও জানায়, এই ম্যাচে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে স্টেডিয়ামে কোনও চিয়ারলিডার থাকবে না। পাশাপাশি কোনও বাজি ও আলোর প্রদর্শনী হবে না বলেও জানা যাচ্ছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশ-বিদেশের নেতারা। ভারতীয় ক্রিকেটাররাও সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। বিরাট কোহলি থেকে শুরু করে হার্দিক পাণ্ডিয়া, কেএল রাহুল, শুবমান গিল, মহম্মদ সিরাজ সহ বহু ক্রিকেটার শোকজ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, এই ধরনের পদক্ষেপ ক্রিকেট মাঠে নতুন নয়। এর আগে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে BCCI নিহতদের পরিবারের জন্য অর্থ দান করেছিল। একই বছরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা সেনাবাহিনীর ক্যামোফ্লাজ ক্যাপ পরে শ্রদ্ধা জানিয়েছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন