DHFC: আই লিগে খেলতে পেরেও সন্তুষ্ট নয় অভিষেকের ক্লাব, আইএসএল খেলাই টার্গেট ডায়মন্ড হারবারের

People's Reporter: রবিবার আই লিগ ২-র ট্রফি সোশ্যাল মিডিয়ায় দেন অভিষেক। সেখানে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের একটি জার্সি পরে ছবি দেন ডায়মন্ড হারবারের সাংসদ।
অভিষেক ব্যানার্জি
অভিষেক ব্যানার্জিছবি - সংগৃহীত
Published on

ইতিহাস তৈরী করলো তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির ক্লাব ডায়মন্ড হারবার এফসি। ৩ বছরের মধ্যে দল তৈরী করেই আই লিগে খেলবে বাংলার এই ক্লাব। তবে আইলিগ জিতেও সন্তুষ্ট নন অভিষেক। তাঁর লক্ষ্য আইএসএল।

রবিবার আই লিগ ২-র ট্রফি হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি দেন অভিষেক। সেখানে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের একটি জার্সি পরেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। জার্সিটিতে লেখা রয়েছে ‘চ্যাম্পিয়ন্স’।

পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, "ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এখন আই লিগ ২ চ্যাম্পিয়ন। ঘামের প্রতিটা বিন্দু, প্রতিটা চ্যালেঞ্জ এবং প্রতিটা মুহূর্ত আজ আমাদের এখানে এনেছে। এটা তো সবে শুরু!”

গত ১১ এপ্রিল এসএটি তিরুরকে হারিয়েই আই লিগ ২ জয় নিশ্চিত করে ফেলেছিল ডায়মন্ড হারবার। ১৯ এপ্রিল চানমারিকে হারিয়ে আনুষ্ঠানিক ভাবে আই লিগ ২ জেতে ডায়মন্ড হারবার। অপরাজিত থেকে প্রতিযোগিতা শেষ করে তারা। ১১টি ম্যাচ জিতেছে।

কোচ কিবু ভিকুনার অধীনে বিধাননগর স্পোর্টস কমপ্লেক্স ভাড়া করে দল নামিয়ে অনুশীলন করত ডায়মন্ড হারবার। বেশ বড়ো বাজেটের দলই তারা করেছে। সেরা সেরা ফুটবলার দলে নিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ইস্টবেঙ্গলের তথ্যচিত্র প্রকাশ অনুষ্ঠানে ডায়মন্ড হারবারকে দেখে ইস্টবেঙ্গলকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, 'আপনারা দলটা ভালো করে করছেন না কেনো? ডায়মন্ড হারবারকে দেখে শিখছেন না? ওরা কত ভালো করে দল করেছে।'

যদিও ডায়মন্ড হারবার ম্যানেজমেন্ট পরিষ্কার বলেছে তাঁদের টার্গেট আগামী ১ বছরের মধ্যে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলা। বাংলা থেকে এখন ৩টে দল খেলে আইএসএলে।

অভিষেক ব্যানার্জি
IPL 2025: নিলামেই হেরে বসেছিল! বিস্ফোরক চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং
অভিষেক ব্যানার্জি
IPL 2025: 'ডাল মে কুছ কালা হ্যায়' - আইপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রাক্তন পাক তারকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in