
মোহনবাগান নির্বাচনের আগে আচমকা ক্লাব সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন টুটু বোস। সম্ভবত ছেলে সৃঞ্জয়ের হয়ে নির্বাচনে প্রচার করার জন্যই এই পদক্ষেপ নিলেন তিনি।
সোমবার টুটু বোস ক্লাবকে চিঠি দিয়ে জানান, ‘বহু বছর ধরে আমি মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িয়ে। মোহনবাগান ক্লাব আমার কাছে মাতৃসম। মোহনবাগান চিরকাল আমার হৃদয়ের বাঁদিকে ছিল, আছে এবং থাকবে। আমি এত দিন নিজের সবটুকু দিয়ে ক্লাবের নিত্যপুজো করেছি। নিজের সাধ্যমতো, মোহনবাগানের সেবা-যত্ন করার চেষ্টা করেছি। আর কতটা করতে পেরেছি, সবচেয়ে ভালো জানেন আমার প্রিয় সদস্য-সমর্থকরা। যাঁদের কাছে আমি টুটুদা কিংবা শুধুই টুটু।'
তিনি আরও লেখেন, "ক্লাবের নির্বাচন যেহেতু দোড়গোড়ায়, তাই সদস্যদের উদ্দেশ্যে আমারও কিছু বলা দরকার। কারণ, কোন কমিটি আসবে, তাতে থাকবেন কারা, তা ঠিক করবেন সদস্যরা। কিন্তু সভাপতির চেয়ারে বসে থেকে সেই কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। আসলে সভাপতির চেয়ার থেকে কোনও এক পক্ষের প্রচার করা উচিত নয়। চেয়ার কিংবা পদের অপব্যবহার করে কখনও কিছু আমি করিনি, এবারও করব না। তাই ঠিক করেছি, মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দেব আমি। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমার ইস্তফাপত্র গ্রহণ করবেন। যাতে আমার মন যা বলছে, তা নির্দ্বিধায় আমি আমার প্রিয় সদস্যদের বলতে পারি।'
এই ইস্তফা থেকে পরিষ্কার যে তিনি তাঁর পুত্র সৃঞ্জয় বসুর হয়ে নির্বাচনের প্রচার করবেন। ২০১৮ সালে ভোটের আগে তিনি একবার পদত্যাগ করে বলেন, 'হুইল চেয়ারে করে ক্লাবে আসব না তাই পদত্যাগ।'
নির্বাচন আসন্ন গঙ্গাপাড়ের ক্লাবে। সম্প্রতি আইএসএল লিগ শিল্ড আর কাপ দুটোই জিতেছে মোহনবাগান। এর পরে টুটু বোস মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে খোলা চিঠিতে লেখেন, সৃঞ্জয় বসু সচিব থাকার সময়ে ক্লাব যে মার্জ হয়েছিল সেটা যে ভুল ছিল না, তা প্রমাণিত হল। সেখানে অবশ্য দেবাশিসের দত্তের নাম ছিল না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন