
ডার্বি মানে ঘটি বাঙালের লড়াই। সমর্থকদের আবেগের লড়াই। আর এই ডার্বি নিয়ে দুই ক্লাবের কর্তারা একে অপরকে আক্রমণ করবে না সেটা হয় নাকি! আগামী শনিবার গুয়াহাটিতে আইএসএলের ডার্বি। তার আগে মোহনবাগান ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের একে অপরকে কটাক্ষ প্রকাশ্যে এল।
মোহনবাগান সভাপতি টুটু বসু এদিন সাংবাদিকদের বলেন, 'সূর্য ঢলছে। কেমন লাল হলুদের মতো সূর্য ডুবছে। রেফারি নিয়ে বারবার নীতু (ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার) অহেতুক অভিযোগ করছে। পল্টু দা (প্রাক্তন ইস্টবেঙ্গল কর্তা) কিন্তু এমন অহেতুক কথা বলত না। মেপে কথা বলত'।
টুটু বসুকে পাল্টা দিলেন দেবব্রত সরকার ওরফে নীতু। তিনি জানান, 'মোহনবাগান ক্লাব বলে কিছু আছে কিনা আমি জানি না। এটিকে বলে একটা ক্লাবের সঙ্গে মোহনবাগান মার্জ হয়েছে। টুটু বাবু বরাবর হাস্যকর কথা বলে। ভাবলাম বয়স হলে সেটা পরিবর্তন হবে কিন্তু সেটা হয়নি। এএফসি, ফিফার কোনো টুর্নামেন্টে খেলতে হলে লাইসেন্স দরকার হয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। এটিকের একটা লাইসেন্স ছিল। মোহনবাগান ক্লাবের একটা লাইসেন্স ছিল। তাহলে কোন লাইসেন্স নিয়ে খেলে?'
তিনি আরও জানান, আমরা ৬ বছর বা ৮ বছরের কোনো ক্লাবের কাছে আত্মসমর্পণ করিনি। ঢুলে কে পড়েছে এটাতেই প্রমাণিত হয়। আর রেফারি? টুটু বাবুই তো সারাজীবন রেফারি নিয়ে বলে এসেছেন। রেফারিকে ধাওয়া করেছিলেন। উনার মুখে এইসব কথা মানায় না। আমরা যে রেফারির শিকার হচ্ছি সেটা সংবাদমাধ্যমই বলে দিচ্ছে। প্রাক্তন ফুটবলাররা বলছে। আমাকে আক্রমণ করতে গেলে কামান লাগে। টুটু বাবুর কী ক্ষমতা আছে আমাকে আক্রমণ করবে?'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন