
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা। গাভি এবং ইয়ামালের গোলে সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবকে ২-০ ব্যবধানে হারালো বার্সা। ফাইনালে এল ক্লাসিকো হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার মধ্যরাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিক ক্লাব এবং বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সা। ফলস্বরূপ ১৭ মিনিটেই বার্সেলোনাকে ১-০ গোলে এগিয়ে দেন গাভি। প্রথমার্ধে সেই ব্যবধান ধরে রাখে বার্সা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলে দুই দল। ৫২ মিনিটের মাথায় ইয়ামালের গোলে ২-০ ব্যবধানে লিড নেয় বার্সেলোনা। এরপর দুই দলই একাধিক গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।
গোটা ম্যাচজুড়ে ১৪টি শট নেয় বার্সা। ৮টি অন টার্গেট। ৫৭ শতাংশ বল দখলে ছিল ইয়ামালদের। ৯০ মিনিটে ৫২১টি পাস খেলেছে বার্সেলোনা। অন্যদিকে অ্যাথলেটিক ক্লাব ১০টি শটের মধ্যে ৫টি অন টার্গেট রাখে। ৪৩ শতাংশ বল দখলে রাখে তারা। ৩৮৮টি পাস খেলেন অ্যাথলেটিক ক্লাবের ফুটবলাররা।
বৃহস্পতিবার মধ্যরাতে মালোর্কার বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে নামবে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ফলে ভক্তরা ফাইনালে রিয়াল বনাম বার্সেলোনার ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
উল্লেখ্য, স্প্যানিশ সুপার কাপের সফল ক্লাব হল বার্সেলোনা। মোট ১৪ বার এই শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাবটি। অন্যদিকে গত বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ জিতেছে ১৩ বার। ২০২৪ সালে বার্সেলোনাকে হারিয়েই সুপার কোপা জিতেছিল রিয়াল। ৩টি গোল করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ৪-১ ব্যবধানে জেতে রিয়াল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন