

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন কিউই তারকা মার্টিন গাপ্তিল। দেশের হয়ে ২০২২ সালে শেষ খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের জার্সিতে ১৩ হাজারেরও বেশি রানের মালিক তিনি।
২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপে কিউই দলের অন্যতম ভরসা ছিলেন মার্টিন গাপ্তিল। ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে টুর্নামেন্টে সর্বাধিক রান ছিল গাপ্তিলের। তিনি করেছিলেন ৫৪৭ রান। ওই বিশ্বকাপে নিউজিল্যান্ড রানার্স-আপ হয়েছিল।
২০১৯ বিশ্বকাপে দেশকে ফাইনালে তোলার পিছনে বড় ভূমিকা রয়েছে গাপ্তিলের। সেমিফাইনালে ধোনিকে আউট করে ভারতীয় সমর্থকদের হৃদয় ভেঙে ছিলেন তিনি। ওই ম্যাচে ধোনি যদি আউট না হতেন তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। তারপর থেকে গাপ্তিল কার্যত ভারতীয় সমর্থকদের চোখে 'ভিলেনে' পরিণত হন।
নিউজিল্যান্ড ক্রিকেটকে দেওয়া একটি বিবৃতিতে গাপ্তিল বলেন, "ছোটবেলায় নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল। দেশের হয়ে ৩৬৭টি খেলায় অংশ নিতে পেরে নিজেকে অবিশ্বাস্যভাবে ভাগ্যবান এবং গর্বিত মনে করি।"
উল্লেখ্য, নিউজিল্যান্ডের হয়ে গাপ্তিলের ২০০৯ সালের জানুয়ারি মাসে অভিষেক হয় (একদিনের ম্যাচে)। এরপর টি-২০ এবং টেস্ট দলেও অভিষেক হয় তাঁর। দেশের হয়ে ৪৭টি টেস্ট, ১৯৮টি একদিনের ম্যাচ এবং ১২২টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে তাঁর রান ২৫৮৬, ওয়ান ডে তে রান ৭৩৪৬ এবং টি-২০ ফরম্যাটে তাঁর সংগ্রহ ৩৫৩১ রান। তিন ফরম্যাট মিলিয়ে গাপ্তিলের রান ১৩,৪৬৩। এমনকি আন্তর্জাতিক টি-২০ তে সর্বাধিক রানের মালিক হিসেবে পঞ্চম স্থানে রয়েছেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন