Neymar: ২০২৬ ফুটবল বিশ্বকাপই শেষ! ব্রাজিলের জার্সিতে ফিরতে মরিয়া নেইমার

People's Reporter: দীর্ঘদিন ধরে ব্রাজিলের জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। চোটের কারণে বেশিরভাগ সময় ক্লাব ফুটবলে দর্শক হিসেবে থাকতে হয়েছে তাঁকে।
নেইমার
নেইমারফাইল ছবি সংগৃহীত
Published on

২০২৬ ফুটবল বিশ্বকাপই নেইমারের শেষ বিশ্বকাপ! এমনটাই জানালেন ব্রাজিলের সর্বকালের সর্বাধিক গোল স্কোরার নেইমার জুনিয়র। পাশাপাশি ফের একবার 'এমএসএন' জুটিতে একসাথে ফুটবল মাঠে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিলেন ব্রাজিলিয়ান তারকা।

দীর্ঘদিন ধরে ব্রাজিলের জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। চোটের কারণে বেশিরভাগ সময় ক্লাব ফুটবলে দর্শক হিসেবে থাকতে হয়েছে তাঁকে। এমনকি ব্রাজিলের বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলিতেও নেই নেইমার। কিন্তু ২০২৬ বিশ্বকাপের আগে জাতীয় দলের জার্সিতে ফিরতে মরিয়া তিনি।

এক আন্তর্জাতিক সংবাদ সংস্থায় নেইমার বলেন, '২০২৬ ফুটবল বিশ্বকাপই আমার শেষ বিশ্বকাপ। এটাই আমার শেষ শট, শেষ সুযোগ। আমি জাতীয় দলে খেলতে চাই। সেখানে যাওয়ার জন্য যা যা করতে হয় আমাকে করব। ব্রাজিলের জার্সিতে খেলতে চাই আমি'।

পাশাপাশি ক্লাব ফুটবলে একসময়ে বিশ্ব কাঁপানো 'এমএসএন' জুটি ফিরতে পারে বলেও ইঙ্গিত দিলেন নেইমার। তিনি বলেন, মেসি, সুয়ারেজের সাথে পুনরায় খেলতে পারলে দারুণ হবে। এখনও ওদের সাথে যোগাযোগ আছে আমার। তিনজনকে আবার একসাথে দেখা যেতেই পারে। আমরা খেলতেই পারি এক সাথে। এখন আল হিলালে আমি খুশি আছি। তবে ভবিষ্যতে কী হবে তা বলা যায় না।'

ব্রাজিলিয়ান তারকা আরও জানান, 'যখন আমি প্যারিস ছাড়ি তখন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রান্সফার উইন্ডোটি বন্ধ হয়ে যায়। ফলে আমার কাছে বিকল্প ছিল না। আর আল হিলাল আমাকে যা অফার দিয়েছিল তা খুবই ভালো ছিল।'

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাসে সৌদি আরবের আল হিলালে যোগ দেন নেইমার। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে তাঁর। তারপর কি একসাথে দেখা যাবে লাতিন আমেরিকার তিন মহাতারকাকে? নেইমারের মন্তব্যে সেই জল্পনাই থাকলো।

নেইমার
নাম নয়, পারফরম্যান্স দেখে সুযোগ দেওয়া হোক - ভারতীয় দলে 'তারকা' সংস্কৃতি নিয়ে বিস্ফোরক হরভজন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in