
ভারতীয় ক্রিকেট দলে তারকা সংস্কৃতির প্রচলন হয়েছে। যার কারণেই দলের পারফরম্যান্স খারাপ হচ্ছে। এমনই দাবি করলেন ২০১১ বিশ্বকাপ জয়ী প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং। পাশাপাশি নির্বাচকদের কঠিন পদক্ষেপের আর্জি জানান তিনি।
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ব্যাটারদের ভরাডুবি হয়েছে। চূড়ান্ত ব্যর্থ হন বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো অভিজ্ঞ তারকা ক্রিকেটাররা। শেষ টেস্টে নিজেকে বসিয়েও নেন রোহিত। কিন্তু বিরাট খেলেন। একটি মাত্র শতরান ছাড়া বড় রান আসেনি বিরাটের ব্যাটে। এবার নাম না করে বিরাট এবং রোহিতকে খোঁচা দিলেন হরভজন সিং।
নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, "আমাদের টিমে একটা সুপারস্টার কালচার চলে এসেছে। কিন্তু দলে তো তারকা ক্রিকেটারের দরকার নেই। যারা পারফর্ম করবে তারাই সুযোগ পাবে"।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দলের কারা থাকবেন কারা বাদ যাবেন তা নিয়েও মন্তব্য করেন হরভজন। তিনি জানান, ফর্মে থাকা প্লেয়ারদেরই সুযোগ দেওয়া উচিত। কোনও ক্রিকেটারের নাম দেখে দলে রাখা উচিত হবে না। এ বিষয়ে নির্বাচকদের আরও কড়া হতে হবে।
শুধু হরভজন সিং নন, অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে বিরাট কোহলির সমালোচনা করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও। সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেন, 'দলে তারকা প্লেয়ার বলে কিছু হয় না। এই সংস্কৃতি দলের মধ্যে থাকাই উচিত নয়। এটা ১১ জনের খেলা। মনে রাখতে হবে দলে একজন কোনওদিন ম্যাচ জেতাতে পারবে না। সকলকে সহযোগিতা করতে হবে।'
তিনি আরও বলেন, 'বিরাট কোহলিকে আমি অসম্মান করছি না। সে অনেক বড় মাপের ক্রিকেটার। ভারতকে অনেক কিছু দিয়েছেন তিনি। বহু ম্যাচ জিতিয়েছেন। কিন্তু একটা টেস্ট সিরিজে বার বার একইভাবে আউট হচ্ছেন। কেন আপনি ঘরোয়া ক্রিকেট খেলবেনা না? মনে হয় ১০ বছরের বেশি সময় বিরাট রঞ্জি খেলেননি। কিন্তু শচীন তেন্ডুলকর বিরাটের পরেও রঞ্জি খেলেছেন। শচীন তেন্ডুলকরের মতো একজন মহান ক্রিকেটার যদি ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন তাহলে আপনার আপত্তি কোথায়? খেললে তো আপনারই ভালো।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন