
ডার্বির আগে দুই প্রধানের সমর্থকদের মধ্যে লড়াই বরাবরই চলে। এবারেও তার উল্টোটা হলো না। সোমবার যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম মুম্বই এফসি ম্যাচে লাল হলুদ সমর্থকরা সবুজ মেরুন সমর্থকদের উদ্দেশ্যে টিপ্পনি কাটেন টিফোর মাধ্যমে। যার সারমর্ম এটাই যে রেফারি মোহনবাগানের হাতের পুতুল।
গতকাল গ্যালারিতে বসে থাকা ইস্টবেঙ্গল সমর্থকদের টিফোতে দেখা গিয়েছে সবুজ-মেরুন জামা এবং ব্লু ডেনিম ও চোখে চশমা পরিহিত এক ব্যক্তি সমস্ত রেফারিদের উদ্দেশ্যে বলছেন "আই অ্যাম ইয়োর বস। ইউ মাস্ট ওবে"। উত্তরে রেফারিদের তরফে বলা হচ্ছে "ওকে স্যার"।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ডার্বির উত্তেজনা বেড়ে গেছে। তবে গত মরসুম থেকেই রেফারির বিতর্কিত ভুল সিদ্ধান্তের মাসুল দিচ্ছে ইস্টবেঙ্গল, বলে অভিযোগ ক্লাব কর্তৃপক্ষ এবং সমর্থকদের। গত মরসুমে ইস্টবেঙ্গল রেফারির মান নিয়ে ফেডারেশনকে চিঠি দিলেও লাভ হয়নি। এই মরসুমেও মিনি ডার্বি সহ একাধিক ম্যাচে নিম্নমানের রেফারির সিদ্ধান্তে ভুগতে হয় ইস্টবেঙ্গলকে।
তবে আগামী শনিবারের ডার্বি গঙ্গাসাগর মেলার কারণে পরিবর্তন হয়ে গুয়াহাটিতে গেছে। এই ডার্বির আয়োজক মোহনবাগান। এখনও আইএসএল ডার্বি জিততে পারেনি ইস্টবেঙ্গল। আইএসএলের পয়েন্ট তালিকায় মোহনবাগান ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১ নম্বরে রয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে ১১ নম্বরে। এখন দেখার আগামী ১১ জানুয়ারি কী হয়?
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন