Kolkata Derby: কাটলো ডার্বি জট, বাংলার দুই প্রধান কোন স্টেডিয়ামে খেলবে জানেন?

People's Reporter: সোমবার নিজেদের অবস্থান স্পষ্ট করলো এফএসডিএল। আগামী ১১ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বিতে আয়োজক মোহনবাগান।
Kolkata Derby: কাটলো ডার্বি জট, বাংলার দুই প্রধান কোন স্টেডিয়ামে খেলবে জানেন?
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

অবশেষে কাটলো ডার্বি জট। আগামী ১১ জানুয়ারি গুয়াহাটিতে হবে বাঙালির প্রিয় ম্যাচ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। প্রথমে কটক এবং জামশেদপুরের নাম শোনা গেলেও শেষ অবধি আসামের গুয়াহাটি পেলো ডার্বি।

সোমবার নিজেদের অবস্থান স্পষ্ট করলো এফএসডিএল। আগামী ১১ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বিতে আয়োজক মোহনবাগান। তবে গঙ্গাসাগর মেলার জন্য ১১ তারিখ পুলিশি নিরাপত্তা দেওয়া যে সম্ভব নয় সেটা আগেই মোহনবাগানকে জানিয়ে দেয় বিধাননগর পুলিশ এবং রাজ্য সরকার। আগামী ১১ থেকে ১৭ জানুয়ারি চলবে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগরের মেলার জন্য ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। ডার্বি আয়োজন করতে ১২০০ থেকে ১৫০০ পুলিশ লাগে। সেই কারণে ডার্বি তে পুলিশ দেওয়া সম্ভব নয় বলেই জানায় বিধাননগর পুলিশ।

তাই খেলা গুয়াহাটিতে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে অফিসিয়ালি এখনও এই বিষয়ে ঘোষণা করা হয়নি। যুবভারতীতে ডার্বি না হওয়ায় মাঠে খেলা দেখার আনন্দ থেকে বঞ্চিত হবে কয়েক হাজার মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থক। একইসঙ্গে আয়োজক মোহনবাগান এবং এফএসডিএলের কাছেও এটা আর্থিক দিক থেকে বড়ো ক্ষতি। তবে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ জানাচ্ছে বিপুল সংখ্যক সমর্থক গুয়াহাটি যাবে ডার্বি দেখতে।

Kolkata Derby: কাটলো ডার্বি জট, বাংলার দুই প্রধান কোন স্টেডিয়ামে খেলবে জানেন?
ISL 2024-25: প্রথম ৭ ম্যাচে পয়েন্ট না পাওয়ায় পিছিয়ে পড়েছি - মুম্বই ম্যাচের আগে দাবি ইস্টবেঙ্গল কোচের
Kolkata Derby: কাটলো ডার্বি জট, বাংলার দুই প্রধান কোন স্টেডিয়ামে খেলবে জানেন?
Bengal Football Team: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, পুলিশে চাকরি পাচ্ছেন বাংলার হয়ে সন্তোষ জয়ী ফুটবলাররা!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in