
কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলার হয়ে সন্তোষ জয়ী ফুটবলারদের চাকরির ব্যবস্থা করল রাজ্য সরকার। সকলকে পুলিশের চাকরি দেওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে।
পুলিশে চাকরি দেওয়া হচ্ছে সন্তোষ জয়ী বাংলার ফুটবলারদের। দলের প্রত্যেক ফুটবলারকেই চাকরি দেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। যাঁদের শিক্ষাগত যোগ্যতা একটু বেশি তাঁদের এএসআই পদ এবং যাঁদের শিক্ষাগত যোগ্যতা তুলনামূলক কম তাঁদের কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে।
বাংলার হয়ে সন্তোষ ট্রফি জয়ের কারিগরদের সরকারি চাকরি দেওয়া হবে বলে নবান্ন থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর নির্দেশের পরের দিনই আইএফএ-র অফিসে দেখা যায় সরকারি আধিকারিকদের। সকল ফুটবলারদের আবেদন পত্র জমা করার জন্য যাবতীয় নথি প্রদান করেন তাঁরা।
সম্ভবত ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই জয়েনিং। নতুন বছরে বাংলা ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন বাংলার ফুটবলাররা। সাত বছর পরে আবার সন্তোষ ট্রফি এসেছে বাংলার ঘরে। ভারতীয় ফুটবলে ফের বাংলার নাম উজ্জ্বল করেছেন রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠারা। এবার তাঁদের পুরস্কৃত করল রাজ্য সরকার। চাকরি দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি মুখ্যমন্ত্রী বাংলা দলের সদস্যদের উৎসাহিত করতে ৫০ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন