
৪৬ বছরের রেকর্ড ভাঙলেন জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্টে সিরিজে ভারতীয় বোলার হিসেবে সর্বাধিক উইকেটের মালিক হলেন তিনি।
তিনিই যে বিশ্বের ১ নম্বর বোলার তা চলতি অস্ট্রেলিয়া বনাম ভারতের টেস্ট সিরিজ দেখলেই বোঝা যায়। ইতিমধ্যেই ৩২টি উইকেটের মালিক জসপ্রীত বুমরাহ। ৪৬ বছর আগে ভারতীয় বোলার কিষাণ বেদীর গড়া ৩১টি উইকেটের রেকর্ড ভাঙলেন তিনি। ১৯৭৭-৭৮ মরসুমে অস্ট্রেলিয়ার মাটিতে বেদী নিয়েছিলেন ৩১টি উইকেট। শুক্রবার উসমান খোয়াজাকে আউট করে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন বুমরাহ। আজ লাবুসেনকে ফিরিয়ে বেদীর রেকর্ড ভাঙলেন তিনি।
অন্যদিকে বুমরাহর সামনে ভারতীয় বোলার হিসেবে একটি টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডের সুযোগ রয়েছে। ১৯৭২-৭৩ মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে বি এস চন্দ্রশেখর ৩৫টি উইকেট নিয়েছিলেন। এছাড়া এম এইচ মানকড় ১৯৫১-৫২ মরসুমে এবং এসপি গুপ্তে ১৯৫৫-৫৬ মরসুমে একটি টেস্ট সিরিজে নিয়েছিলেন ৩৪টি উইকেট। সকলের রেকর্ড ভাঙার জন্য বুমরাহ মাত্র ৪ উইকেট দূরে। দ্বিতীয় ইনিংসে সেই রেকর্ড করতে পারেন কিনা সেদিকে নজর থাকবে সকলের। তবে তার আগে বুমরাহর চোট নিয়ে চিন্তিত ভারতীয় সমর্থকরা।
শনিবার সিডনি টেস্টে ১০ ওভার বল করার পর আর বল করতে পারেননি। চোটের কারণে মাঠ ছাড়তে হয় তারকা পেসারকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যানের জন্য। চোট গুরুতর কিনা তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। হাসপাতাল থেকে ফিরে ভারতীয় ড্রেসিংরুমেও দেখা যায় বুমরাহকে। বিসিসিআই-র তরফ থেকে তারকা পেসারের চোট নিয়ে এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।
দ্বিতীয় দিনের শেষে ১৪৫ রানের লিড রয়েছে ভারতের। ভারতের স্কোর ৬ উইকেটের বিনিময়ে ১৪১ রান। ৮ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ৬ রানে অপরাজিত রয়েছেন ওয়াশিংটন সুন্দর। এদিন ফের ব্যর্থ হলেন বিরাট কোহলি। ১২ বল খেলে ৬ রান করে আউট হন তিনি। অন্যদিকে ৩৩ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন ঋষভ পন্থ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন