

অধিনায়ক সুদীপ ঘরামীর শতরানে ভর করে বিহারকে ৬ উইকেটে হারিয়ে বিজয় হাজারে ট্রফির নক আউটে বাংলা। পাশাপাশি শামি যে ফিট তা প্রমাণ করলেন নিজের পারফর্ম্যান্সে।
শুক্রবার বিহারের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। সবার নজর ছিল বিজয় হাজারেতে প্রথমবার নামা মোঃ শামির পারফরমেন্স আর ফিটনেসের দিকে। ৮ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট, সঙ্গে একটি মেডেন। ইকোনমি রেট ৩.৫০। বৈভব সূর্যবংশীর উইকেট নিয়েছেন তিনি। শামির ফিটনেস অনেক পরিণত দেখালো। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি আর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলে শামির কামব্যাক আশা করাই যায়।
৪৯ ওভারে ২৩৫ রানে অল আউট হয়ে যায় বিহার। শামির ১ উইকেট ছাড়াও প্রদীপ্ত প্রামাণিক ৩টি এবং মুকেশ কুমার ২ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলার টপ অর্ডার ভালোই পারফরমেন্স করে। ওপেনিং জুটি সুদীপ ঘরামি আর অভিষেক পোড়েল ১১১ রানের পার্টনারশীপ করেন। ৫৫ রানে আউট হন অভিষেক। এরপর সুদীপ চ্যাটার্জী ১ আর অনুষ্টুপ মজুমদার কোনো খাতা না খুলেই ফিরে যান। যদিও সুদীপ ঘরামি ক্রিজে টিকে ছিলেন। তাঁকে সঙ্গ দেন সুমন্ত গুপ্ত।
সুমন্ত ৩০ রানে ফিরলেও সুদীপ অপরাজিত থাকেন ১০৭ রানে। করণ লালও ৩৭ রানে অপরাজিত থাকেন। ৪২ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়েই জয় ছিনিয়ে নেয় বাংলা। অন্যদিকে মধ্যপ্রদেশ বরোদার কাছে হারায় এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন