Vijay Hazare Trophy: ফিটনেস প্রমাণে উত্তীর্ণ শামি, সুদীপের শতরানে বিহারকে হারিয়ে নকআউটে বাংলা

People's Reporter: শুক্রবার বিহারের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। সবার নজর ছিল বিজয় হাজারেতে প্রথমবার নামা মহ শামির পারফরমেন্স আর ফিটনেসের দিকে।
বাংলা দল
বাংলা দলছবি - সংগৃহীত
Published on

অধিনায়ক সুদীপ ঘরামীর শতরানে ভর করে বিহারকে ৬ উইকেটে হারিয়ে বিজয় হাজারে ট্রফির নক আউটে বাংলা। পাশাপাশি শামি যে ফিট তা প্রমাণ করলেন নিজের পারফর্ম্যান্সে।

শুক্রবার বিহারের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। সবার নজর ছিল বিজয় হাজারেতে প্রথমবার নামা মোঃ শামির পারফরমেন্স আর ফিটনেসের দিকে। ৮ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট, সঙ্গে একটি মেডেন। ইকোনমি রেট ৩.৫০। বৈভব সূর্যবংশীর উইকেট নিয়েছেন তিনি। শামির ফিটনেস অনেক পরিণত দেখালো। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি আর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলে শামির কামব্যাক আশা করাই যায়।

৪৯ ওভারে ২৩৫ রানে অল আউট হয়ে যায় বিহার। শামির ১ উইকেট ছাড়াও প্রদীপ্ত প্রামাণিক ৩টি এবং মুকেশ কুমার ২ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলার টপ অর্ডার ভালোই পারফরমেন্স করে। ওপেনিং জুটি সুদীপ ঘরামি আর অভিষেক পোড়েল ১১১ রানের পার্টনারশীপ করেন। ৫৫ রানে আউট হন অভিষেক। এরপর সুদীপ চ্যাটার্জী ১ আর অনুষ্টুপ মজুমদার কোনো খাতা না খুলেই ফিরে যান। যদিও সুদীপ ঘরামি ক্রিজে টিকে ছিলেন। তাঁকে সঙ্গ দেন সুমন্ত গুপ্ত।

সুমন্ত ৩০ রানে ফিরলেও সুদীপ অপরাজিত থাকেন ১০৭ রানে। করণ লালও ৩৭ রানে অপরাজিত থাকেন। ৪২ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়েই জয় ছিনিয়ে নেয় বাংলা। অন্যদিকে মধ্যপ্রদেশ বরোদার কাছে হারায় এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা।

বাংলা দল
Bengal Football Team: সন্তোষ জয়ীদের দলে নিতে তৎপর বাংলার ৩ প্রধান!
বাংলা দল
BGT: রোহিতকে বসিয়েও সমাধান হল না ভারতের ব্যাটিং ব্যর্থতার! দিনের শেষে ১ উইকেট হারিয়ে চাপে অজিরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in