Bengal Football Team: সন্তোষ জয়ীদের দলে নিতে তৎপর বাংলার ৩ প্রধান!

People's Reporter: শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল জার্সিতে দেখা যাবে মনতোষ মাঝি এবং বিক্রম প্রধানকে। দু'জনের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে লাল-হলুদ কর্তাদের।
সন্তোষ জয়ী বাংলা দল
সন্তোষ জয়ী বাংলা দল ছবি - আইএফএ-র ফেসবুক পেজ
Published on

সন্তোষ ট্রফি জিতেছে বাংলা দল। এরপরই জয়ী দলের ফুটবলারদের দলে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়েছে কলকাতার ৩ প্রধানের মধ্যে। মূলত কলকাতা লিগে অর্থাৎ জুনিয়র দলে নেওয়া হবে এই ফুটবলারদের।

শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল জার্সিতে দেখা যাবে মনতোষ মাঝি এবং বিক্রম প্রধানকে। দু'জনের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে লাল-হলুদ কর্তাদের। আবু সুফিয়ানকে চলতি আইএসএলেই মহামেডান জার্সিতে দেখা যেতে পারে। সন্তোষ জয়ী দলের অধিনায়ক চাকু মান্ডিকেও দলে চাইছে মহামেডান।

অন্যদিকে মহম্মদ হাবিবের রেকর্ড ভাঙা ফাইনালের গোলদাতা রবি হাঁসদাকে নিতে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান ৩ প্রধানই কার্যত ঝাঁপিয়ে পড়েছে। তিনি কোন দলে যাবেন তা এখনও নিশ্চিত হয়নি। সন্তোষের সেরা ফুটবলারের সঙ্গে কথাবার্তা চলছে তিন ক্লাবেরই। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনের পছন্দের তালিকায় রয়েছেন রবি হাঁসদা।

সূত্রের খবর, ৩ প্রধানের সঙ্গেই কথা বলবেন রবি। আইএসএলে যারা খেলার প্রস্তাব দেবে সেই ক্লাবেই সই করবেন রবি। আগামী ১৮ জানুয়ারি মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণসভা। তারপরই সন্তোষ জয়ী ফুটবলারদের সংবর্ধনা দেবে মোহনবাগান ক্লাব।ইস্টবেঙ্গল আর মহামেডানও খুব দ্রুতই সঞ্জয় সেনের ছেলেদের সংবর্ধনা দেবে। রাজ্য সরকার ফুটবলারদের চাকরির প্রতিশ্রুতি দিলেও সেটা স্থায়ী চাকরি না অস্থায়ী এখনও স্পষ্ট নয়।

সন্তোষ জয়ী বাংলা দল
Shubman Gill: ৪৫০ কোটির আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ালো শুবমন গিলের! তলব করতে পারে CID
সন্তোষ জয়ী বাংলা দল
Khel Ratna Award: অবশেষে 'খেলরত্ন' পুরস্কার পাচ্ছেন 'বিদ্রোহী' মনু ভাকের! তালিকায় আরও তিন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in