Khel Ratna Award: অবশেষে 'খেলরত্ন' পুরস্কার পাচ্ছেন 'বিদ্রোহী' মনু ভাকের! তালিকায় আরও তিন

People's Reporter: ২০২৪ প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এয়ার রাইফেল শ্যুটিং-এ পদক জেতেন মনু। এবছর ৩২ জন ক্রীড়াবিদের নাম নথিভুক্ত করা হয়েছে অর্জুন পুরস্কারের জন্য।
মনু ভাকের
মনু ভাকেরছবি -মনু ভাকেরের এক্স হ্যান্ডেল
Published on

অবশেষে খেলরত্ন প্রাপকদের তালিকায় যুক্ত হল প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরের নাম। প্রথমে এই তালিকায় নাম না থাকায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন ক্রীড়াবিদ ও তাঁর পিতা।

২০২৪ প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা হিসেবে রেকর্ড গড়েন মনু। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি এয়ার রাইফেল শ্যুটিং-এ পদক জেতেন। ব্যক্তিগত ও দলগত উভয় বিভাগেই ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পদক জেতেন মনু ভাকের। তারপরেও খেলরত্ন পুরস্কার প্রাপকের তালিকায় ছিল না মনুর নাম। যা দেখে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়েছিলেন মনুর বাবা রাম কৃষ্ণ।

মনু ভাকের ছাড়াও এবছর খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মাত্র ১৮ বছর বয়সে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ডি গুকেশ, ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা অলিম্পিক্সে হাইজাম্পে সোনা জয়ী প্রবীণ কুমার। পাশাপাশি ১৭ জন প্যারা অ্যাথলিট সহ মোট ৩২ জন ক্রীড়াবিদের নাম নথিভুক্ত করা হয়েছে এবছর অর্জুন পুরস্কারের জন্য।

দ্রোনাচার্য পুরস্কার (লাইফটাইম) পাচ্ছেন দু'জন। ব্যাডমিন্টন কোচ এস মুরলিধরন এবং ফুটবল কোচ আর্মান্দো কোলাসো। দ্রোনাচার্য পুরস্কার (রেগুলার বিভাগ) পাচ্ছেন প্যারা শ্যুটিং কোচ সুভাষ রানা, শ্যুটিং কোচ দিপালী দেশপাণ্ডে এবং হকি কোচ সন্দীপ সাংওয়ান।

প্রসঙ্গত, খেলরত্ন পুরস্কারের তালিকায় নাম না থাকায় ক্ষোভ উগরে দিয়েছিলেন মনু ভাকেরের পিতা রামকৃষ্ণ। তিনি জানিয়েছিলেন, ''অলিম্পিক্সে দু'টি পদক জিতে কী লাভ? সেই যেখানে পুরস্কার পাওয়ার জন্য আপনাকে ভিক্ষা করতে হবে। একজন সরকারি আধিকারিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং কমিটির অন্য সদস্যরা চুপ করে আছেন। তাঁরা কোনও মতামতই পেশ করতে পারছেন না। এইভাবে একজন ক্রীড়াবিদকে উৎসাহিত করা যায়?"

এমনকি মনু এক্স মাধ্যমে লিখেছিলেন, "একজন ক্রীড়াবিদ হিসেবে আমার ভূমিকা আমার দেশের জন্য খেলা এবং পারফর্ম করা। পুরস্কার এবং স্বীকৃতি আমাকে অনুপ্রাণিত করে, কিন্তু আমার লক্ষ্য নয়"।

উল্লেখ্য, আগামী ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে পুরস্কার প্রদান করা হবে। প্রেস বিবৃতিতে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

মনু ভাকের
Border Gavaskar Trophy: সিডনি টেস্টে বাদ রোহিত-ঋষভ! ফের কি অধিনায়কের ভূমিকায় বুমরাহ?
মনু ভাকের
Mohammad Shami: শুক্রবার বিজয় হাজারেতে বাংলার হয়ে ফের মাঠে শামি!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in