Border Gavaskar Trophy: সিডনি টেস্টে বাদ রোহিত-ঋষভ! ফের কি অধিনায়কের ভূমিকায় বুমরাহ?

People's Reporter: চলতি সিরিজে ৩ টেস্ট ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা করেছেন মাত্র ৩১ রান। লাগাতার ব্যর্থ হচ্ছেন রোহিত।
রোহিত শর্মা
রোহিত শর্মাছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক
Published on

বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট থেকে বাদ পড়তে পারেন অধিনায়ক রোহিত শর্মা এবং উইকেটরক্ষক ঋষভ পন্থ। ফলে ফের অধিনায়ক হিসেবে বুমরাহকে দেখা যেতে পারে সিডনিতে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি।

চলতি সিরিজে ৩ টেস্ট ম্যাচ মিলিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা করেছেন মাত্র ৩১ রান। লাগাতার ব্যর্থ হচ্ছেন তিনি। এরপরও কেন তাঁকে বার বার সুযোগ দেওয়া হচ্ছে? এই নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। অন্যদিকে ঋষভ পন্থ রান করলেও শেষ টেস্টে দুটি ভুল শট খেলে আউট হন। এখনও পর্যন্ত এই সিরিজে হাফসেঞ্চুরি করতে পারেননি তিনি। এমনকি তাঁর খেলাতে অসন্তুষ্ট হন প্রাক্তন ভারতীয় তারকা সুনীল গাভাসকর। ফলে রোহিত শর্মা এবং ঋষভ দু'জনকেই বসানো হতে পারে।

রোহিত যদি পরের টেস্ট না খেলেন তাহলে অধিনায়ক হবেন বুমরাহ। পাশাপাশি দলে ঢুকবেন শুবমন গিল। আর ঋষভের পরিবর্তে দলে অন্তর্ভুক্তি হতে পারে ধ্রুব জুড়েলের।

রোহিত এবং ঋষভ পরের টেস্টে খেলবেন কিনা তা নিয়ে এখনই মুখ খুলতে চাননি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তিনি জানান, আগামীকাল পিচ দেখে দল নির্বাচন হবে। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে রোহিতের না থাকাও আরও জল্পনা বাড়িয়েছে। যদিও এর উত্তরে গম্ভীর জানান, 'সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের হেড কোচ এসেছেন। এটা কি যথেষ্ট নয়?'

ব্যাটিং বিভাগে পরিবর্তন নিশ্চিত না করলেও বোলিং বিভাগে যে পরিবর্তন হচ্ছে তা জানান গৌতম। পিঠে চোটের কারণে শেষ টেস্টে পাওয়া যাবে না আকাশ দীপকে। তাঁর পরিবর্তে হর্ষিত রানা বা প্রসিদ্ধ কৃষ্ণাকে দলে নেওয়া হতে পারে।

রোহিত শর্মা
Mohammad Shami: শুক্রবার বিজয় হাজারেতে বাংলার হয়ে ফের মাঠে শামি!
রোহিত শর্মা
Border Gavaskar Trophy: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টের আগে চাপে ভারত! ছিটকে গেলেন তারকা পেসার!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in