Border Gavaskar Trophy: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টের আগে চাপে ভারত! ছিটকে গেলেন তারকা পেসার!

People's Reporter: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালে যেতে গেলে এই টেস্ট হারলে চলবে না ভারতের। জিততেই হবে।
শেষ টেস্টে নেই আকাশ দীপ
শেষ টেস্টে নেই আকাশ দীপছবি - সংগৃহীত
Published on

বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টে নেই পেসার আকাশদীপ। চোটের কারণে খেলতে পারবেন না তিনি। তাঁর পরিবর্তে দলে জায়গা পেতে পারেন হর্ষিত রানা।

৩ জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালে যেতে গেলে এই টেস্ট হারলে চলবে না ভারতের। জিততেই হবে। 'ডু অর ডাই' ম্যাচে পাওয়া যাবে না বাংলার পেসার আকাশ দীপকে। এই খবরটি নিশ্চিত করেন ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর।

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, 'পিঠের চোটের কারণে আকাশদীপ পরের টেস্টে খেলতে পারবেন না'। তাঁর পরিবর্তে কী হর্ষিত রানা? এই প্রশ্নের উত্তর অবশ্য দেননি গম্ভীর। তিনি জানান, 'আগামীকাল পিচ দেখে প্রথম একাদশ বাছার সিদ্ধান্ত নেওয়া হবে'।

চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে শেষ দুটি টেস্টে খেলেছেন আকাশদীপ। মোট ৫টি উইকেট পান। চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না পেলেও ভালো বল করেছিলেন তিনি। তাঁর পরিবর্ত হিসেবে হর্ষিত রানার নামই উঠে আসছে। হর্ষিত রানা প্রথম দুটি টেস্ট খেলেছেন এবং এই দুই টেস্টে মোট ৪ উইকেট নিয়েছেন।

অন্যদিকে পঞ্চম টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। শেষ টেস্টেও নতুন মুখকে দলে জায়গা দিয়েছে অজি টিম ম্যানেজমেন্ট। তিনি হলেন বিউ ওয়েসবস্টার। মিচেল মার্শের পরিবর্তে তাঁকে প্রথম একাদশে রাখা হয়েছে। এই নিয়ে চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩ জন নতুন মুখ আনলো অস্ট্রেলিয়া। বিউ ওয়েবস্টার ইন্ডিয়া এ বনাম অস্ট্রেলিয়া এ দলের ম্যাচে ৪৬ রানে অপরাজিত ছিল।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ -

স্যাম কনস্টাস, উসমান খোয়াজা, মারনাস লাবুসেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচ স্টার্ক, নাথান লিয়ন এবং স্কট বোল্যান্ড।

শেষ টেস্টে নেই আকাশ দীপ
বছরের প্রথম ম্যাচ যুবভারতীতে, হায়দরাবাদকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষ স্থান ধরে রাখতে চায় মোহনবাগান
শেষ টেস্টে নেই আকাশ দীপ
Sanjay Sen: বাংলার ফুটবলের স্বপ্নের সওদাগর সঞ্জয় সেন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in